পন্থের সুস্থতা কামনায় প্রার্থনা ভারতীয় দলের! বিখ্যাত মহাকালেরেশ্বর মন্দিরে ভস্ম আরতি সূর্যকুমারদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে হায়দারাবাদ এবং রায়পুরে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই এর পর ১২ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। ইন্দরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হতে চলে তৃতীয় ওডিআই ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার। তার আগে মধ্যপ্রদেশে পৌঁছে রিশভ পন্থের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করলো ভারতীয় দল।

ভারতীয় দলের বেশ কিছু সদস্যকে সম্প্রতি দেখা গিয়েছে মধ্যপ্রদেশের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে। ওই মন্দিরে পুরোহিতদের সঙ্গে শিবলিঙ্গের সামনে নত হয়ে তাদেরকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। পুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ওই মন্দিরে সূর্যকুমার যাদবরা রিশভ পন্থের সুস্থতা কামনা করতে গিয়েছিলেন।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব এই বিখ্যাত উজ্জয়নীতে অবস্থিত মন্দিরে গিয়েছিলেন এবং এখানকার বিখ্যাত ভাষ্য আরোহীদের অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেই তারা নিজেদের সতীর্থের সুস্থতা কামনা করেন। ক্রিকেটারদের সনাতনী পোশাক, ধুতি এবং অঙ্গবস্ত্র পরিধান করে থাকতে দেখা গিয়েছে।

rishabh pant test

সূর্যকুমার যাদব পরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমরা চাই পন্থ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওর উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আমরা ইতিমধ্যে জিতে নিয়েছি। শেষ ম্যাচটাতে মাঠে নামার অপেক্ষায় আছি।”

প্রসঙ্গত গত ডিসেম্বর মাসের ২৩ তারিখ একা ড্রাইভ করে বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্থ। তারপর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সম্প্রতি নিজের সুস্থতার সম্পর্কে আপডেট জানিয়েছিলেন তিনি কিন্তু কবে যে তিনি মাঠে ফিরতে পারবেন সেই ব্যাপারে এখনো কেউই স্পষ্ট নয়।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর