বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই ইউক্রেনে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় ছাত্র৷ একজনের মৃত্যু হয়েছে খাবার কিনতে গিয়ে রুশ সেনার আক্রমনে৷ অপর আরেকজন প্রাণ দিয়েছেন বোমাতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে। এরই মধ্যে কিয়েভে গুলিবিদ্ধ আর এক ভারতীয় ছাত্র। বর্তমানে কিয়েভেরই একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বৃহস্পতিবার পোল্যান্ডের রেজও (Rzeszow) বিমানবন্দরে এমনটিই জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং। এদিন তিনি বলেন, ‘কিয়েভে একজন ভারতীয় ছাত্রকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। অবিলম্বে তাঁকে কিয়েভের হাসপাতালেই ভর্তি করা হয়। ভারতীয় দূতাবাস আগেই উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে জানিয়েছিল যে কিয়েভ ছেড়ে সকলেরই চলে যাওয়া উচিত অবিলম্বে। যুদ্ধের ক্ষেত্রে বুলেট কারও দেশ বা ধর্মের পরোয়া করে না।’
আপাতত সেদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা কোনও মতে পালিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। পোল্যান্ড হয়েই ভারতে ফেরার চেষ্টা করছেন তাঁরা। ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। চার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং জেনারেল ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশ গুলিতে থেকে সেখান থেকে পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যাপারে তদারকি করছেন। তাঁরা খেয়াল রাখছেন পুরো ব্যাপারটিই যেন মসৃণ ভাবে সম্পন্ন করা যায়।
I received info today that a student coming from Kyiv got shot and was taken back midway. We’re trying for maximum evacuation in minimum loss: MoS Civil Aviation Gen (Retd) VK Singh, in Poland#RussiaUkraine pic.twitter.com/cggVEsqfEj
— ANI (@ANI) March 4, 2022
মিশন গঙ্গা এর অধীনে আটকে পড়া ছাত্রছাত্রীদের দেশে ফেরাচ্ছে ভারত সরকার। গতকাল রাত অবধি ১৭ হাজার ভারতীয় নাগরিক ইউক্রেন সীমান্ত ছেড়েছেন বলেই খবর। ১০ মার্চের মধ্যেই সেদেশে আটকে পড়া সব ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে দেশ। ওই সব মানুষদের দেশে ফেরাতে ১০ মার্চ অবধি চলবে ৮০টি ফ্লাইট। বাড়তি জোর দেওয়া হচ্ছে সেই দিকেই। এই ৮০ টি ফ্লাইট এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গো এয়ার, এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীর অন্তর্গত।
এছাড়াও জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আমার জন্য প্রায় দু ডজনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পুরো ব্যাপারটি যাতে কোনও সমস্যা ছাড়াই পরিচালনা করা যায় সেদিকেই সতর্ক দৃষ্টি রাখছেন তাঁরা। একই সঙ্গে ক্রমাগত বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।