বন্ধুত্ব পালন করবে রাশিয়া, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে ভারতে পাঠাবে রুশ বাহিনী

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের সরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারত। এই ব্যাপারে একটি নিরাপদ করিডর বানানোর জন্য ইউক্রেন এবং রাশিয়া দুই দেশকেই অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে ভারতীয় ছাত্রছাত্রীদের পণবন্দি করার অভিযোগ আনল ইউক্রেন এবং রাশিয়া। একই সঙ্গে, ভারতীয় নাগরিকদের রাশিয়ান সামরিক বাহিনীর সাহায্যেই ইউক্রেন থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে, এমনটাও ঘোষণা করল পুতিন সরকার।

বুধবারই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে যে ভারতীয় ছাত্রছাত্রী এবং নাগরিকদের পণবন্দি করেছে ইউক্রেন। তারা আরও জানিয়েছে, রাশিয়া খারকিভ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে চাইলেও তা কিছুতেই করতে দেয়নি ইউক্রেন। এদিন রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুসারে, খারকিভে ইউক্রেন কর্তৃপক্ষ জোরপূর্বক ভারতীয় ছাত্রদের একটি বড় দলকে পণবন্দি করেছে। এই দলটি ইউক্রেনের অঞ্চল ছেড়ে বেলগোরোডে যেতে চায়।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ান সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ভারতীয় পক্ষের প্রস্তাব অনুযায়ী তাঁদের সামরিক পরিবহন বা ভারতীয় বিমানে করে রাশিয়ার ভুখন্ডের মাধ্যমে বাড়িতে ফেরানো হবে।’

অন্যদিকে আবার, ইউক্রেনের পালটা দাবি, ভারত, পাকিস্তান এবং চিনের ছাত্রছাত্রীদের পণবন্দি করেছে রাশিয়া। রুশ আগ্রাসনের কাছে একপ্রকার বন্দি হয়ে পড়েছে এই পড়ুয়ারা এমনটাই দাবি জেলেনস্কির প্রশাসনের।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের দীর্ঘক্ষণ ফোনালাপের পরই ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর ব্যাপারে ওই ঘোষণাটি করে রাশিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারেই ফোনালাপে আলোচনা করেছিলেন দুই নেতা। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানিয়েছেন, ‘এখনও অবধি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ২০ হাজার ভারতীয়ের মধ্যে প্রায় ৬০০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।’

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর