ঘোষিত হল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ভারতীয় দল, দলে তিন নতুন মুখ

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। এখনো সেই টেস্ট সিরিজ জেতার ঘোর কাটেনি ভারতের। এখনও পর্যন্ত উৎসবে মেতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এরই মধ্যে দরজায় কড়া নাড়তে শুরু করেছে ফেব্রুয়ারীতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ইতিমধ্যে ভারত ও ইংল্যান্ডের মধ্যে হতে চলা টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। প্রথম দুটি টেস্টের জন্য 18 জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই দলে থাকবেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও চোট সারিয়ে দলে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা। তবে ইংল্যান্ড সিরিজে দলে অন্তর্ভুক্ত করা হয়নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হওয়া টি নটরাজনকে। আগামী 5 ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজ।

প্রথম দুটি টেস্টের ভারতীয় দল-
বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, মায়াঙ্ক আগারওয়াল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল।


Udayan Biswas

সম্পর্কিত খবর