বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভয়ঙ্কর লড়াই চলছে দুই দলের মধ্যে। ইতিমধ্যেই ওভালে তৃতীয় দিন শেষে ১৭১ রানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু এরই মাঝে বড় দুঃসংবাদ এল ভারতীয় দলের জন্য। করোনা আক্রান্ত হলেন দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। শুধু তিনি একাই নন সাথে বেশকিছু সাপোর্ট স্টাফেরও আরটি পিসিআর টেস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিসিসিআই সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার পরীক্ষা করার পর ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তাকে হোম আইসোলেশনে অর্থাৎ হোটেলবন্দি রাখারই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিওলজিস্ট নীতিন প্যাটেলকেও আইসোলেশন এ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের মারফত এক বিবৃতিতে জানানো হয়েছে, “তাদের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে এবং আপাতত তারা টিম হোটেলে থাকবেন। মেডিকেল টিম নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা টিম ইন্ডিয়ার সাথে ভ্রমণ করবেন না।” প্রসঙ্গত উল্লেখ্য, দলের প্রধান কোচ রবি শাস্ত্রী ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন পেয়েছেন। সেই ছবি এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি। তাই করোনা পজিটিভ হলেও তা তার পক্ষে খুব বেশী বিপদজনক হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে ভারতীয় দলের পক্ষে ট্যুর চলাকালীন এ ধরনের ঘটনা যে একটি বড় ধাক্কা তা বলাই বাহুল্য। যদিও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, দলের বোলিং কোচ, প্রধান কোচ এবং ফিল্ডিং কোচ দলের সঙ্গে ভ্রমণ করবেন না, কিন্তু সেক্ষেত্রে অনুশীলনের উপর কতখানি প্রভাব পড়ে সেটাই এখন দেখার।