ফের ভারতীয় ক্রিকেটারদের জন্য সুখবর নিয়ে এলো বিসিসিআই। ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ক্যারিবিয়ানদের তাদের ঘরের মাঠে পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। তার পুরস্কারস্বরূপ ভারতীয় দলের জন্য বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিনোদ রাই নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অফ আডমিনেটর ঘোষণা করলেন যে এবার থেকে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের দৈনিক ভাতা। শুধুমাত্র ক্রিকেটারাই নয় এই আওতায় অন্তর্ভুক্ত হবেন দলের সাপোর্ট স্টাফরাও।
এক রিপোর্টে জানা গিয়েছে যে আগে বিদেশ সফরে দৈনিক ভারতীয় খেলোয়াড়রা যে পরিমাণ টাকা পেতেন এই নতুন নিয়ম জারি করার পর তারা আগের তুলনায় দ্বিগুণ টাকা পাবেন। রিপোর্ট অনুযায়ী আগে বিরাট কোহলিরা দৈনিক 125 ইউএস ডলার অর্থাৎ 8899.65 টাকা ভারতীয় মুদ্রায় পেতেন। নতুন ঘোষণায় বরাদ্দ টাকা 125 থেকে বেড়ে 250 ইউ এস ডলার হয়ে যেতে চলেছে। তবে এই নিয়ম শুধুমাত্র কার্যকর হবে বিদেশি ম্যাচ গুলির ক্ষেত্রে, হোমম্যাচে আগেকার নিয়মই ধার্য থাকবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি এবার থেকে ভারতীয় ক্রিকেটাররা এবং সাপোর্টিং স্টাফেরা বিমানের বিজনেস ক্লাসে যাতাযাত করবেন। এবং তাদের থাকা খাওয়া, হোটেল ভাড়া এবং লন্ড্রি চার্জ পুরোটাই বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় দলের এই ভাতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতীয় দল যেভাবে বিদেশের মাটিতে একের পর এক সিরিজ জিতে আসছে। উল্লেখ্য এই বছরের শুরুতেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম এশীয় দেশ হিসাবে টেস্ট সিরিজ জিতে এসেছেন। আর সেই কারণে ভারতীয় দলের পারফরমেন্সে খুশি হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দৈনিক ভাতা বৃদ্ধি করলেন।