ভারতীয় টেক বাজার চীনের দখলে! ভারতে ৪৪% স্মার্ট ফোনের মার্কেট দখল করে রেখেছে চীনের কোম্পানি BBK

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের এখন হাতে হাতে স্মার্ট ফোন। বলা যায় এই গতিময় জীবনে স্মার্ট ফোন ছাড়া এক মুহুর্ত চলতে পারিনা আমরা। কিন্তু আমরা অনেকেই জানিনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলি সম্মন্ধে। এক সমীক্ষায় প্রকাশ ভারতে ৪৪% স্মার্ট ফোনের মার্কেট দখল করে রেখেছে চীনের কোম্পানি BBK electronics.

Smartphone use at railway station

হংকং-ভিত্তিক কাউন্টারপয়েন্ট গবেষণা থেকে প্রাপ্ত Q3 2019 তথ্য অনুসারে; বাজারে  স্যামসুং ইলেক্ট্রনিক্সের পরে মোট স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বিবিকে ইলেক্ট্রনিক্স বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা। অপরদিকে ভারতীয় বাজারে, বিবিকে ইলেক্ট্রনিক্স স্যামসাংয়ের তুলনায় অনেকটাই এগিয়ে, BBK electronics এর ভারতীয় ব্র্যান্ডের তিনটি ব্র্যান্ড- ওপ্পো, ভিভো এবং রিয়েলমি মোট ভারতীয় বাজারের ৪৩ শতাংশ দখল করে আছে। যদিও বিবিকে-র আধিপত্য এখনো নোকিয়ার রেকর্ডের ধারে কাছে পৌঁছায়নি, যা ২০০৭  সালে ভারতের বাজারের ৫৮ শতাংশ ছিল নোকিয়ার।

Capture 16

বিবিকে 1990 এর দশক থেকে চীনা ইলেকট্রনিক্স শিল্পে কাজ করে আসছে; তবে, ওপ্পো 2004 সালে বিবিকে-এর প্রতিষ্ঠাতা ডুয়ান ইয়ংপিংয়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । ভিভো ব্র্যান্ডটি ২০০৯ সালে শুরু হয়েছিল এবং ওপ্পোর একটি স্পিন অফ ব্র্যান্ড রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে  প্রেসিডেন্ট পিট লাউ এবং কার্ল পেই, তবে, সংস্থাটি একটি সহায়ক সংস্থা ওপ্পো রয়ে গেছে, যার পরিবর্তে বিবিকে ইলেকট্রনিক্সের মালিকানা রয়েছে।

egrh

গত কয়েক বছরে, বিশেষত ২০১৭ সালের পরে, ভারতে স্মার্টফোন  ব্যবহারকারীদের সংখ্যা তাত্পর্যপূর্ণভাবে বেড়েছে। এমনকি মন্দার সময়ে যখন বেশিরভাগ পণ্যের চাহিদা কম থাকে তখন স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে।ইতিমধ্যেই ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের স্মার্টফোনটির দ্বিতীয় বৃহত্তম নির্মাতা দেশে পরিণত হয়েছে। মেক ইন ইন্ডিয়া  ভারতকে স্মার্টফোন তৈরির বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে।

সম্পর্কিত খবর