ভারতীয় টিভি চ্যানেলগুলো ফ্যাসিস্ট শক্তিতে ভরপুর, সমস্ত মিথ্যা খবর রটাচ্ছেঃ রাহুল গান্ধী

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ সবকিছু ছেড়ে এবার ভারতীয় সংবাদমাধ্যমের (Indian News Media) পেছনে পড়লেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের ছত্র ভঙ্গ হওয়ায় প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতি তোপ দাগতে শুরু করলেন। সেই করলেন ট্যুইট করে জানালেন, সমস্ত টিভি চ্যানেলগুলো ধর্ম বিভেদ সৃষ্টি করে, দেশকে ছিন্নভিন্ন করতে চাইছে।

কংগ্রেস দলে ভাঙ্গন ধরেছে
লাদাখ ইস্যুতে বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে চীনের সেনাদের উপর বেশি ভরসাও রেখেছিলেন। জমি দখলের বিষয়ে প্রধানমন্ত্রীর দিকে ছোঁড়া প্রশ্নবাণের জেরে সমালোচিতও হতে হয়েছে তাঁকে। তবে বর্তমানে কংগ্রেস দলে ভাঙ্গন ধরেছে। তাবড় তাবড় নেতারা ধীরে ধীরে দল ত্যাগ করে বিজেপির পাল্লা ভারি করছে।

রাহুল গান্ধীর ক্ষোভ
কংগ্রেসের এই প্রতিকূল অবস্থায় প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর করা ট্যুইটের জেরে বেশ কিছুটা সরগরম রাজনৈতিক মহল। ঠিক কোন বিষয়ের উপর তিনি মন্তব্য রেখেছেন, তা অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে নিজের করা ট্যুইটের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, এবার থেকে প্রতিদিন তিনি একটি করে ভিডিও পোস্ট করবেন, যার মাধ্যমে সমস্ত সত্য প্রকাশ পাবে।

রাহুলের ট্যুইট
রাহুল গান্ধী ট্যুইটে বলেছেন, ‘ফ্য়াসিস্ট শক্তি আজকের ভারতীয় সংবাদমাধ্য়মের একটা বড় অংশকে নিজের কুক্ষিগত করে রেখেছে। সমস্ত রকম মিথ্যে ঘৃণার কাহিনী প্রচার করছে আজকের দিনের টিভি চ্য়ানেলগুলো। সেই সঙ্গে হোয়াটসঅ্য়াপে ফরওয়ার্ড করে মিথ্য়া খবর রটানো হচ্ছে। যার ফলে মানুষের মধ্যে ধর্মের বিভেদ তৈরি হচ্ছে। মিথ্য়ার কাহিনী প্রচারের ফলে দেশ ছিন্নভিন্ন হওয়ার মুখে। আগামীকাল থেকে আমি সমস্ত সত্য খবরের একটি করে ভিডিও শেয়ার করব। সবাই সত্যটা যাতে পারবে’।

X