খুব শীঘ্রই আসতে চলেছে ভারতীয় হোয়াটসঅ্যাপ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন (Ravi Shankar Prasad), সরকার ভারতীয় হোয়াটসঅ্যাপ (Indian Whatsapp) বানানোর কাজ করছে। রবিশঙ্কর প্রসাদ বলেন, ভারতে ন্যশানাল ইনফোর্মেটিক্স সেন্টার (NIC) আর ডেভলপমেন্ট অফ টেলিমেটিক্স দ্বারা ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ বানানোর কাজ চলছে। সরকার ইন্ডিয়ান IT প্রোডাক্টস বানানোর জন্য মানুষকে উৎসাহিত করছে। আর এর জন্য ছোট বড় ৩ হাজার কোম্পানির তরফ থেকে আবেদনও এসেছে।

ravi shankar prasad

করোনার মধ্যে ওয়ার্ক ফর্ম হোম নিয়েও বলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। উনি বলেন, আমাদের সরকার ওয়ার্ক ফর্ম হোমের সুবিধাকে মজবুত করেছে। আর এখন আমরা এটিকে স্থায়ী বানানোর কাজ চলছে।

এছাড়াও কন্ট্রাক ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু নিয়েও বলেন উনি। রবিশঙ্কর প্রসাদ আরোগ্য সেতু নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন। উনি এটিকে গোপনিয়তার জন্য বিপদ বলা রাহুল গান্ধীর মন্তব্যকে নস্যাৎ করে দেন। উনি বলেন, এই অ্যাপ সম্পূর্ণভাবে সুরক্ষিত আর কারোর গোপনীয়তা ফাঁস করে না, এমনকি কারোর উপর নজরদারিও চালায় না। উনি এও বলেন, যদি কোন এক্সপার্ট ভাবে যে এই অ্যাপে কোন ভুল আছে সংশোধনের প্রয়োজন, তাহলে আমাদের যেন অবশ্যই জানায়। উনি জানান, ওই অ্যাপে তথ্য ৩০ দিনের থেকে ৬০ দিনের মধ্যে একা একাই মুছে যায়।

ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় কে, আরোগ্য সেতু অ্যাপে ব্লু-টুথ অন করার কথা কেন বলা হয়? তখন উনি বলেন, ‘অ্যাপে ব্লু-টুথের ব্যাবহার টেকনোলজির মাধ্যমে ট্রেসিং এর জন্য হয়।”


Koushik Dutta

সম্পর্কিত খবর