আইসিসি মহিলাদের বর্ষসেরা দল ঘোষণা করেছে। সেই দলে দেখা যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটারদের দাপাদাপি। ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা আইসিসির প্রকাশিত ওয়ানডে এবং টিটোয়েন্টি দু’দলেই সুযোগ পেয়েছেন, সেই সাথে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাংলার ঝুলন গোস্বামী। এছাড়াও শিখা পাণ্ডে এবং পুনম যাদব ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। আইসিসির টিটোয়েন্টি দলে ওপেনার স্মৃতি মান্দানার সাথে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং রাধা যাদব।
তেইশ বছর বয়সী ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ভারতের হয়ে 66 টি টিটোয়েন্টি এবং 51 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়াও খেলেছেন দুটি টেস্ট ম্যাচ। জাতীয় দলের হয়ে 3476 রান রয়েছে মান্দানা ঝুলিতে। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছে এই ভারতীয় ব্যাটসম্যান যার ফলে আইসিসির দুটি ফার্মেটেই সুযোগ পেয়েছেন মান্দানা।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:-
মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), স্মৃতি মন্ধানা (ভারত), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), তামসিন বিউমন্ট (ইংল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পাণ্ডে (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেগান শুট (অস্ট্রেলিয়া), পুনম যাদব (ভারত)।
আইসিসির বর্ষসেরা টিটোয়েন্টি দল:-
অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া),স্মৃতি মন্ধানা (ভারত), ড্যানিয়েল ওয়ায়েট (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), দীপ্তি শর্মা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), নিদা দার (পাকিস্তান), মেগান শুট (অস্ট্রেলিয়া), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত)।