জুড়ালো টোকিও অলিম্পিকের জ্বালা, হাড্ডাহাড্ডি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ভারতীয় মহিলা হকি দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনাকে টেক্কা দিল ভারত। অলিম্পিকে রূপো জয়ী আলবিসেলেস্তেদের পেনাল্টি শুটআউটে হারাল ভারতীয় মহিলা হকি দল। ১৮ই জুন এফআইএইচ প্রো লিগে নির্দিষ্ট সময়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ ফলে ম্যাচ শেষ হয়। ভারতের চতুর্থ মিনিটে গোল করেছিলেন লালরেসিআমি। আর্জেন্টিনার হয়ে গোল শোধ করেন অগাস্টিন গোর্গেলানি।

এরপর ম্যাচের ৩৭ এবং ৫১ তম মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন গুরজিৎ। কিন্তু অগাস্টিনের হ্যাটট্রিকের দৌলতে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউটে নেহা গোয়েল এবং সনিকা ভারতের পক্ষে গোল করেন যার ফলে ২-১ ফলে জয় পায় ভারত। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এখন তার মধুর প্রতিশোধ নিলো ভারত।

যদিও এই ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ ছিল তাই আর্জেন্টিনাকে হারিয়ে খুব একটা লাভ হলো না ভারতের, কারণ প্রতিযোগিতা আর্জেন্টিনা আগেই জিতে নিয়েছিল এই ম্যাচটি ছিল শুধুমাত্র নিয়ম-রক্ষার। কিন্তু গত সপ্তাহের বেলজিয়ামের কাছে পরপর দুটি ম্যাচ হেরে র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে নয় নম্বরে নেমে গিয়েছিল ভারত। অনুপস্থিত ছিলেন অধিনায়ক রানী রামপাল। ফলে সবিতা পুনিয়াই নেতৃত্ব দেন ভারতীয় দলকে।

হাড্ডাহাড্ডি ম্যাচ শুরুতে এগিয়ে গিয়েও অগাস্টিনার হ্যাটট্রিকে পিছিয়ে পড়েছিল ভারত কিন্তু দুটি পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে তারা। তারপর শেষ মুহূর্ত অবধি লড়াই জারি রেখেছিল সবিতারা। শেষ পর্যন্ত অলিম্পিকের মতো হতাশ হতে হয়নি তাদের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর