বাংলা হান্ট নিউজ ডেস্ক: যে দলটা গতবছর টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেছিল, সেই ভারতীয় মহিলা দলই হকি মহিলা বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ। নিজেদের পরিচিত ছন্দের ধারে কাছে ছিলেন না তারা। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার ঠিক আগে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন দলের তারকা রানি রামপাল। অধিনায়কত্বের দায়িত্ব পান অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স করা গোলরক্ষক সবিতা পুনিয়া। তবে শেষ ম্যাচে জাপানকে হারিয়ে শেষটা কিছুটা সম্মানের সাথে করলেন সবিতারা।
<span;>এরপর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করবে ভারতীয় মহিলা হকি দল। তার আগে মহিলা হকি বিশ্বকাপের এই খারাপ পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে। যদিও আজ তারা ৩-১ ফলে জাপানকে হারান, কিন্তু এক ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গোটা টুর্নামেন্টের ফলকে ভোলানো যায় না।
<span;>আজ প্রথম কোয়ার্টারে দুই দল একে অপরকে কিছুটা মেপে নিচ্ছিল। তার মধ্যেও ভারত বেশ কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু তার থেকে গোল তুলে নিতে পারেনি তারা। উল্টে দ্বিতীয় কোয়ার্টারে সকলকে চমকে দিয়ে ম্যাচের প্রথম গোলটি করে জাপান। <span;>চেরি ব্লসমের করা গোলে লিড নেয় তারা।
<span;>১ গোলে পিছিয়ে যাওয়া মাত্রই ভারতীয় দল যেন নিজেদের খোলস থেকে বেরিয়ে আসে। আক্রমণে জোর দেয় তারা। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক ৩৫ সেকেন্ড আগে টুর্নামেন্টে নিজের প্রথম গোল করে ১-১ করে দেয় নভনীত কৌর। এরপরের কোয়ার্টার গুলিতে ভারত আর ম্যাচের দখল ছাড়েনি। দীপ গ্রেস এক্কার পেনাল্টি কর্নার থেকে করা গোল এবং তারপর নভনীতের দ্বিতীয় গোলে ৩-১ ফলে জয় পায় ভারত। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় পেয়ে ৯ নম্বরে শেষ করলো ভারতীয় দল।