অসাধারণ জয় ভারতের! রিচা, জেমিমার ব্যাটে ভর করে পাকিস্তানকে হারিয়ে শুরু হলো বিশ্বকাপ যাত্রা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্মৃতি মান্ধানার অনুপস্থিতি কোনও প্রভাব ফেলতে পারলো না ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা পাকিস্তানকে হারিয়ে বড় জয় দিয়েই করল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান মহিলা দল। সেই ম্যাচে টসে হেরেও শেষ পর্যন্ত ৭ উইকেটে জয় পেল হরমনপ্রীতরা।

এই ম্যাচের আগে আঙ্গুলের চোটের কারণে যখন তারকা ভারতীয় ওপেনার ও দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ছিটকে গিয়েছিলেন, তখন অনেকেই ভেবেছিল যে ভারতীয় দল তার অভাব পূরণ করতে পারবে না। আজ যে তার অভাব পূরণ হয়েছে এমন দাবিও কেউ করবে না। কিন্তু এই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় আত্মবিশ্বাস বাড়বে গোটা দলের।

   

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বিশমা মারুফ। অধিনায়কচিত ইনিংস খেলে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৫ বলে ৭টি চার সহ খেললেন ৬৮ রানের ইনিংস। শেষদিকে নেমে আয়েশা নাসিম ২৫ বলে ৪৩ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে দলকে নিয়ে যান। ভারতের হয়ে কৃপণ বোলিং করে দুই উইকেট নেন রাধা যাদব। দুটি ক্যাচ নেন বঙ্গ উইকেটরক্ষক রিচা ঘোষ।

এরপর ব্যাট করতে নেমে দেখা যায় স্মৃতির অনুপস্থিতিতে ওপেন করছেন ইয়াস্তিকা ভাটিয়া। কিন্তু তিনি খুব একটা প্রভাবিত করতে পারেননি ব্যাট হাতে। ২০ বলে মাত্র ১৭ রান করে আউট হন তিনি। শেফালী ফার্মার দুর্দান্ত শুরু করেছিলেন কিন্তু ২৫ বলে ৩৩ রান করার পর তাকে দুর্দান্ত গেছে ড্রেসিংরুমে ফেরত পাঠান সিদ্রা আমিন।

এরপর দলের হাল ধরেন জেমিমা রদ্রিগেজ। অধিনায়ক হরমনপ্রীত প্রথম ম্যাচে বড় কিছু করতে ব্যর্থ হন। ১২ বলে ১৬ রান করে আউট হন তিনি। এরপর ভারতীয় দল কিছুটা চাপে পড়লেও অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক রিচা ঘোষ আগ্রাসে ব্যাটিং শুরু করেন এবং ২০ বলে ৩১ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে ভারতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন। ৩৮ বলে ৫৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন জেমিমা। ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। পরের ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় মহিলা দলকে আত্মবিশ্বাস জোগাবে এই দুর্দান্ত জয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর