বোনেরা পারলেও দিদিরা ব্যর্থ! মহিলা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার স্মৃতিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আট দিন আগে বড় ধাক্কা খেলো ভারতীয় মহিলা দল (Indian Women’s Team)। চলতি সপ্তাহের শুরুতে তাদের বোনরা যেটা করে দেখিয়েছেন সেই কৃতিত্বকে ছুঁতে পারলেন না স্মৃতিরা। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারলো ভারত।

আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর। কিন্তু ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা (০) এবং জেমিমা রদ্রিগেজ (১১) আজ পুরোপুরি ব্যর্থ। ৭ ওভারে মাত্র ২১ রান তুলতে গিয়ে দুই ওপেনারকেই হারাতে হয় ভারতকে।

এরপর মাঝের ওভারগুলিতে হরমানপ্রীত (২১) ও হার্লিন (৪৬) ধীরগতিতে একটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। শেষদিকে দীপ্তি শর্মা ১৪ বলে ১৬ রানের একটি ইনিংস খেলে ভারতকে ১০০ রানের গন্ডি পেরোতে সাহায্য করেন। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য মাত্র ১১০ রানের লক্ষ্য রেখেছিল।

রান তাড়া করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। পাওয়ার প্লে শেষ হওয়ার সময়ই তারা ২ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু তাদের জয় বাঁধা হয়নি পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ক্লো ট্রায়নের অপরাজিত ৫৭ রানের আগ্রাসী ইনিংসের সুবাদে। ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় প্রোটিয়ারা।

ভারতীয় দল এখনো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা শেফালী ভার্মার অভাব বোধ করছে যিনি ইনিংসকে গতি দান করতে সিদ্ধহস্ত। সেই সঙ্গে মিডিল অর্ডারে আগ্রাসী রিচা ঘোষের অনুপস্থিতিও ভুগিয়েছে ভারতকে। বিশ্বকাপে তারা দলে ফিরলে ভারত আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে বলেই আশঙ্কা ক্রিকেট প্রেমীদের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর