বাংলাহান্ট ডেস্কঃ দুর্ঘটনা কেড়ে নিয়েছে দুটি পা। কিন্তু কেড়ে নিতে পারেনি কিছু করে দেখানোর তাগিদ এবং মানসিক জোর। দুটি হাতকে সম্বল করেই তিনি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেখালেন স্টান্ট।
বাঁশের মাথায় উঠে নিজেকে মেলে ধরলেন পতাকার মত করে। টি-শার্টে রয়েছে জাতীয় পতাকা। দেখে মনে হবে যেন ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উড়ছে। এমনই এক ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ায়। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এই ভিডিওটি ট্যুইট করেন ভিডিও টি।
টূইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন , Would have posted this yesterday but I received it only this morning. However it’s never too late to see something that inspires us; something that makes us stop feeling sorry for ourselves; something that reminds us that having a larger cause enables us to do great things.( গতকাল এটি পোস্ট করতাম তবে আমি কেবল আজ সকালে এটি পেয়েছি। তবে এমন কিছু দেখতে কখনই দেরি হয় না যা আমাদের অনুপ্রাণিত করে; এমন কিছু যা আমাদের নিজের জন্য দু: খ প্রকাশ বন্ধ করে দেয়; এমন কিছু যা আমাদের মনে করিয়ে দেয় যে বৃহত্তর কারণ থাকা আমাদের দুর্দান্ত কাজগুলি করতে সক্ষম করে ..)
যদিও যুবকের পরিচয় জানা যায়নি। তবে তাকে কুর্নিশ করছে গোটা দেশ। একই সাথে টুইটারে বয়ে চলেছে প্রশংসার বন্যা। নিজের অক্ষমতাকে অগ্রাহ্য করে এভাবে দেশের প্রতি ভালবাসা দেখাতে পারার জন্য তার জন্য কোনো প্রশন্সাই যথেষ্ট নয়।