বিশ্বের সবথেকে দামি LPG গ্যাস সিলিন্ডার বিক্রি হয় ভারতে! পেট্রোল-ডিজেলে এত নম্বরে আমাদের দেশ

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে ক্রমাগত বেড়ে চলেছে মূল্যস্ফীতি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠেছে। ভারতেও ক্রমাগত মূল্যস্ফীতি বেড়ে চলেছে। দেশে ক্রমবর্ধমান পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম দিনের পর দিন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমন পরিস্থিতিতে এক অবাক করা পরিসংখ্যান সকলের সামনে এসেছে।

পরিসংখ্যানে দাবি করা হয়েছে যে, বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মূল্যের এলপিজি গ্যাস বিক্রি হয় ভারতে। সেখানে আরো বলা হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে তৃতীয় এবং ডিজেলের ক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছে আমাদের দেশ। আমরা যদি ভারতীয় মুদ্রা অর্থাৎ টাকার হিসেব করি, তাহলে দেখা যাবে ভারতে প্রতি কিলোগ্রাম এলপিজির দাম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

সম্প্রতি, ভারতে একটি এলপিজি গ্যাসের দাম প্রতি কেজিতে 1 ডলার, ফলে হিসেব করে দেখা গেছে দেশের জনগণের দৈনিক আয়ের 15.6 শতাংশ শুধুমাত্র রান্নার গ্যাসের পিছনেই ব্যয় হয়। গ্যাসের পিছনে মাথাপিছু দৈনিক আয়ের এত বড় অংশ অন্য কোনো দেশে ব্যয় হয় না। এই পরিসংখ্যানের তালিকায় ভারতের পরেই রয়েছে তুরস্ক, ফিজি, মেলডোভা এবং ইউক্রেন। সুইজারল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও কানাডায় এলপিজি গ্যাসের দাম জনগণের ক্রয়ক্ষমতার তুলনায় অনেক কম।

এছাড়া ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী ভারতে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় 1.5 ডলার। এখানে মাথাপিছু দৈনিক আয়ের প্রায় 23.5 শতাংশ প্রতি লিটার পেট্রোল কিনতে ব্যয় হয়। এক্ষেত্রে ভারতের চেয়ে তালিকায় এগিয়ে রয়েছে আমাদের দুই প্রতিবেশী দেশ নেপালে ও পাকিস্তান। নেপালে দৈনিক আয়ের 38.2 শতাংশ পেট্রোলের পিছনে ব্যয় করতে হয়। আবার পাকিস্তানে 23.8 শতাংশ দৈনিক আয় খরচ হয় পেট্রোল ক্রয় করার পিছনে।

lpg gas cylinder

একইভাবে, ভারতে ডিজেলের দামও সম্প্রতি প্রতি লিটার 100 টাকা ছাড়িয়েছে। এই অবস্থায় মানুষের দৈনিক আয়ের 20.9% যায় ডিজেলের পিছনে। এই তালিকায় ভারতের চেয়ে সাতটি দেশ এগিয়ে রয়েছে যথা নেপাল, পাকিস্তানসহ আরো পাঁচটি দেশ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর