বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা হয়েছিল সেই। দিনটি হাজার হাজার মানুষ পথে নেমে ছিল। হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল দেখে ছিল পৃথিবী। সেই দিনের নায়ক বা খলনায়ক যেই হন তিনি ছিলেন ওসামা বিন লাদেন। কুখ্যাত এই জঙ্গি গুলোকে কখনোই ভারত পক্ষে রায় দেয়নি। আমেরিকার মত ভারত কেউ সহ্য করতে হয় এই আতংবাদি দের অতর্কিত আক্রমণ। আর ই আক্রমণের পিছনে রয়েছে বড়োসড়ো জঙ্গী গোষ্ঠীদের হাত।
পাকিস্তানের রাজনীতিবিদ ফারহাতুল্লাহ বাবর টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেন। সেখানে পারভেজ মুশারফকে বলতে শোনা গিয়েছে, “পাকিস্তানে যে কাশ্মীরিরা আসত তাদের নায়কের সম্মান দেওয়া হত এখানে। আমরা তাদের প্রশিক্ষণ দিই এবং সমর্থন জানাই। আমরা তাদের মুজাহিদিন হিসেবে মনে করি যারা ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে। এরপর লস্কর-ই-তৈবার মতো সংগঠনগুলি গড়ে ওঠে সেই সময়ে। ওরা (জিহাদি জঙ্গিরা) ছিল আমাদের নায়ক।
, ওসামা বিন লাদেন ছিল আমাদের নায়ক। আয়মান আল-জাওয়াহিরি ছিল আমাদের নায়ক। ১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদ শুরু করি। আমরা সারা পৃথিবী থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দিই এবং অস্ত্র সরবরাহ করি।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার