কোহলির জন্য আড়াল হচ্ছে বেকারত্ব, মুদ্রাস্ফীতি সংক্রান্ত সমস্যাগুলি, বিতর্কিত মন্তব্য মার্কণ্ডেয় কাটজুর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কোহলি এখনও অবধি ৩টি ম্যাচে ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আপাতত তিন নম্বরে রয়েছেন তিনি। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা দীর্ঘদিন পর তার পারফরম্যান্স দেখে আবার সন্তুষ্ট।

ক্রিকেটের ২২ গজ থেকে শুরু করে সিনেমার সঙ্গে জড়িত সেলিব্রেটি সকলের মুখেই এইমুহূর্তে কোহলির নাম। কিন্তু বাকিদের মতো মোহগ্রস্ত হয়ে নেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তিনি তার টুইটে কোহলির কথা উল্লেখ করেছেন, কিন্তু কোহলির প্রতি কোনও মোহ দেখা যায়নি তার বক্তব্যে। বরং কোহলিকে সম্বল করে তিনি মূল্যস্ফীতি, বেকারত্ব ও অলসতার মতো অনেক বিষয়কে আড়াল করার অভিযোগ তুলে এনেছেন সকলের সামনে।

তিনি তার টুইটে লিখেছেন, ‘বিরাট কোহলি, বিরাট কোহলি এবং বিরাট কোহলি। ভারতীয়রা নিয়ম করে এই মন্ত্রটি জপ করতে থাকুন এবং আপনার বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ক্ষুধা, স্বাস্থ্য পরিষেবার অভাব এবং সুশিক্ষার সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এটি একটি দুর্দান্ত কৌশল যাবতীয় নেতিবাচক দিক থেকে সকলের নজর সরিয়ে দেওয়ার। আগেকার দিনে রোমান সম্রাটরা প্রায়ই বলতেন, যদি মানুষের মুখে রুটি তুলে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তাদের সার্কাস দেখাও।’

বিরাট কোহলির এক ভক্ত পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের খেলা ইনিংসটি প্রশংসা করে লেখা ছিল, “ইতিহাস সাক্ষী, যখনই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, তখনই সামনে দাঁড়িয়ে থাকে বিরাট নামের ঝড়।” বিরাট কোহলির প্রশংসা করা এই পোস্টের জবাব দিতে গিয়ে বিচারপতি মার্কন্ডেয় কাটজু এই প্রতিক্রিয়া দিয়েছেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি বড় স্কোর করতে না পারার পরও তিনি এই একই টুইট পুনরায় করেন।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগেও বহুবার নানান মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। এবার বিশ্বকাপ চলাকালীন আরও একবার শিরোনামে তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর