মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার আনন্দ, আইসোলেশন ক্যাম্পে নাচে মাতোয়ারা চিন থেকে ফেরা ভারতীয়রা

বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩৬০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আড়াই লাখেরও বেশি আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ।

corona virus jpg 710x400xt jpg 710x400xt

এরই মধ্যে চিনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠিয়েছে ভারত সরকার। এয়ার ইন্ডিয়ার বিমানে প্রথমবার ৩২৩ জনকে সফল ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্বিতীয় বার উদ্ধার করা হয়েছে ৩২৪ জনকে। তাদের ভারতে এনে রাখা হয়েছে আইসোলেশন ক্যাম্পে। সেই ক্যাম্প থেকেই এবার ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ক্যাম্পের মধ্যেই আনন্দে নাচতে শুরু করেছেন চিন থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে নিজের দেশের মাটিতে ফিরে এসে আনন্দিত হয়েছেন সকলেই। সেই আনন্দেরই বহিঃপ্রকাশ করেছেন তাঁরা নাচের মাধ্যমে। সকলের মুখেই মাস্ক। তা নিয়েই নাচছেন তাঁরা। ধনঞ্জয় কুমার নামে এক টুইটার ব্যবহারকারীর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই নাচের ভিডিও। এক লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। শেয়ারও হচ্ছে পাল্লা দিয়ে। তাঁদের আনন্দ দেখে খুশি নেটিজেনরাও।

প্রসঙ্গত, ভারতে এখনও তিনজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তার মধ্যে দুজন কেরলের বাসিন্দা, অপরজন কলকাতার। কলকাতার ব্যক্তিকে রাখা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।


Niranjana Nag

সম্পর্কিত খবর