বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় (India) নাগরিকেরা এবার বিনা ভিসায় ব্রাজিল (Brazil) যেতে পারবেন। ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বোলসোনারো (Jair Bolsonaro) এই ঘোষণা করেন। উনি জানান, চীন আর ভারতীয় পর্যটক এবং ব্যাবসায়ের সাথে যুক্ত মানুষেরা এবার বিনা ভিসায় ব্রাজিল যাওয়া আসা করতে পারবেন।
এই বছরের প্রথম দিকে ব্রাজিলের ক্ষমতা হাতে নেন রাষ্ট্রপতি জেইর বোলসোনারো (Jair Bolsonaro)। সরকারের আসতেই অনেক কয়েকটি উন্নয়নশীল দেশের জন্য ভিসা বাধ্যকতা খতম করে দেন তিনি। কিন্তু ভারত আর চীন এর নাগরিকদের জন্য এই ঘোষণা অনেক পরে করা হয়। ব্রাজিলের রাষ্ট্রপতি চীন সফরে গিয়ে এই ঘোষণা করেন। এই ঘোষণায় প্রথম কোন উন্নয়নশীল দেশের জন্য ব্রাজিল ভিসার বাধ্যকতা খতম করল।
এই বছরের প্রথমে ব্রাজিল সরকার আমেরিকা, কানাডা, জাপান আর অস্ট্রেলিয়ার পর্যটক এবং ব্যাবসায়ের সাথে যুক্ত ব্যাক্তিদের জন্য ভিসার প্রয়োজনীয়তা খতম করে দিয়েছিলেন। যদিও ওই দেশ গুলো ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা আবশ্যকতা খতম করেনি।