২০০৭ সালে ধোনিদের বিশ্বজয়ের গল্প এবার আসতে চলেছে বড় পর্দায়, চূড়ান্ত হয়ে গিয়েছে নাম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০০৭ সালে ২৪ বছর বাদে ফের একবার গোটা ভারতকে দ্বিতীয়বার বিশ্ব জয়ের স্বাদ এনে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির তরুণ দল। ১৯৮৩ সালে ইংল্যান্ডে কপিল দেব ট্রফি হাতে তোলার পর দুই দশকেরও বেশি অপেক্ষা করতে হয়েছিল ভারতকে। তবে সাউথ আফ্রিকায় যে আনন্দ এনে দিয়েছিলেন ধোনি, সেই স্মৃতি এখনও প্রত্যেক ভারতীয়র মনে গেঁথে রয়েছে। এবার বিশ্বজয়ের এই আনন্দকে নতুন করে উদযাপন করতে মহেন্দ্র সিংহ ধোনির তরুণ দলকে নিয়ে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ সিনেমা।

ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্কের সিইও গৌরব বাহিরওয়ানি এবং লন্ডন-ভিত্তিক স্টক বিশেষজ্ঞ জয়দীপ পান্ডিয়া ইতিমধ্যেই এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গিয়েছে এই ছবির নাম হতে চলেছে “হক সে ইন্ডিয়া”। ছবিটি পরিচালনা করবেন, মুম্বাইয়ের পরিচালক সৌগত ভট্টাচার্য। ছবিতে সঙ্গীত ছলনা করবেন ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত সঙ্গীত সুরকার সেলিম-সুলাইমান।

এই ছবিতে ধোনি এবং অন্যান্য খেলোয়ারদের চরিত্রে কারা অভিনয় করবেন তা অবশ্য এখনও জানা যায়নি। তবে জয়দীপ এবং গৌরবের মতে, এই ছবির গান দর্শকদের মন মাতিয়ে তুলবে। প্রযোজক গোষ্ঠীর তরফে আপাতত এটুকুই জানানো হয়েছে যে, এই ছবিতে এমন কিছু গল্প থাকছে যা এখনও দর্শকদের অজানা। ছবিটি মূলত রিলিজ করতে চলেছে OTT প্লাটফর্মে।

এ বিষয়ে বলতে গিয়ে গৌরব বাহিরওয়ানি বলেন,
“১৯৮৩ যদি আমাদের প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে থাকে, ২০০৭ বিশ্ব ক্রিকেটে আমাদের আধিপত্যের সূচনা করে, যা আজও অব্যাহত রয়েছে। ‘হক সে ইন্ডিয়া’ ২০০৭ টি -টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের আমাদের নায়কদের জয়ের একটি উদযাপন। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আমার বড় পর্দার যাত্রা শুরু করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।”

 

সম্পর্কিত খবর

X