পুরোনোদের বাদ দিয়ে তরুণ তারকাদের নিয়ে এই ভারতীয় একাদশ বাছলো BCCI! হাঁটু কাঁপবে ওয়েস্ট ইন্ডিজের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছু সময় আগের ব্যর্থতা এখন অতীত। এখন ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে ফের একবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতা ভুলিয়ে আগামীর লক্ষ্যে এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। আর ইতিবাচকভাবে সেই যাত্রা শুরু করার জন্য ওয়েস্ট ইন্ডিজের একটি সফরকে একেবারে যোগ্য বলে বিবেচনা করেছে বিসিসিআই।

বিসিসিআই এই ক্যারিবিয়ান সফরের জন্য যে দল ঘোষণা করেছে সেই দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত। সুযোগ পেয়েছেন অনেক তরুণ তারকা। ফলে টিম কম্বিনেশনে একটা পরিবর্তন হওয়া নিশ্চিত। কারণ এই নির্বাচিত স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা আগে কখনো ভারতীয় দলের সাদা জার্সি গায়ে চাপাননি।

১২ ই জুলাই থেকে আরম্ভ হতে চলা এই টেস্ট সিরিজে ভারতীয় দলে এমন অনেককে অভিষেক করতে দেখার সম্ভবনা রয়েছে, যারা নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে এই স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা দখল করেছেন। টেস্ট স্কোয়াডটি দর্শকদের সুবিধার্থে একবার তুলে ধরে সেরা একাদশটি বেছে নেওয়ার চেষ্টা করা হলো।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর