বংলাহান্ট ডেস্কঃ COVIED-19 এর জেরে সারা দুনিয়া তোলপাড় হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেড়েছে মৃতের সংখ্যা। পাশাপাশি পাল্লা দিয়ে আক্রান্তেরও সংখ্যাটাও খুব বেড়েছে। কিন্তু ২৪ ঘণ্টায় ভারতে (India) আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের( Health Minister) পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা (corona) আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১১১৮। মৃত্যুর সংখ্যাও বেড়েছিল ৩৯। কিন্তু বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮২৬। অর্থাৎ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ কমেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। অর্থাৎ মৃতের সংখ্যাও কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার, ১৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২৭৫৯। মৃত্যু হয়েছে ৪২০ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৫১৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ১৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ ১০৮২৪ জন।
এই পরিসংখ্যানে জানানো হয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্রই রয়েছে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯১৯। তারপরে রয়েছে দিল্লি (delhi)। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭৮। তামিলনাড়ুতে ১২৪২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে সবথেকে বেশি ১৮৭ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মারা গিয়েছেন ৫৩ জন। গুজরাতে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, মেঘালয়ে ৭ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ২৮ জন ও অসমে ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে মৃত্যু হয়েছে ১ জনের। ঝাড়খণ্ডে ২জনের মৃত্যু হয়েছে। মেঘালয়ে একজনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে একজন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।