ঘুরে দাঁড়াল ভারতের অর্থব্যবস্থা, জিডিপি বাড়ল ০.৪ শতাংশ

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে মন্দা কাটিয়ে আর্থিক উন্নতির মুখ দেখাল ভারত (india)। অর্থনৈতিক (economy) মন্দা থেকে বেরিয়ে আসতে পেরেছে ভারত। করোনা আবহে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসের হিসাবে ভারতের অর্থনীতি ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনা আবহে ভারতের রাজনীতি ঐতিহাসিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছিল। যদি কোনও দেশের অর্থনীতি টানা দুই ত্রৈমাসিক হ্রাস পেতে থাকে, তাহলে ধারণা করা হয়, সেই দেশ প্রযুক্তিগতভাবে মন্দার দিকে এগোচ্ছে। তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে।

India GDP file

জুন মাসে ভারতের অর্থনীতিতে ২৩.৯ শতাংশ পতন হয়েছিল। সেই সময়টায় মহামারি করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও লকডাউন থাকায় অর্থনীতির গ্রাফ বেশখানিকটা নেমে গিয়েছিল। এরপর সেপ্টেম্বরেও ৭.৫ শতাংশ জিডিপি কমে গিয়েছিল। কিন্তু এবার ডিসেম্বর মাসের হিসাবে দেখা গেছে হ্রাস নয় ০.৪ শতাংশ বেড়েছে ভারতের জিডিপি। অর্থাৎ অর্থনৈতিক মন্দা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসছে ভারত।

Smita Hari

সম্পর্কিত খবর