রাজ্যসভায় মনোনীত প্রাক্তন তারকা অলিম্পিয়ান পিটি ঊষা, ঘোষণা স্বয়ং প্রধানমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজ্যসভার জন্য মনোনীত করা হলো বিশিষ্ট ক্রীড়াবিদ পি টি ঊষা এবং সঙ্গীত পরিচালক ইলিয়ারাজাকে। স্বয়ং মুখ্যমন্ত্রী টুইট করে তাদের দুজনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত পি টি ঊষাকে মোদি বলেছেন “প্রত্যেক ভারতীয়র কাছে আপনি একজন অনুপ্রেরণা। খেলাধুলার জগতে আপনার কৃতিত্বের কথা সকলেই জানেন। সেই সঙ্গে শেষ কয়েক বছর ধরে আপনি ভবিষ্যতের ক্রীড়াবিদদের তৈরি করার চেষ্টা করছেন যা খুবই প্রশংসনীয় আপনাকে রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অনেক অভিনন্দন জানাই।”

পি টি ঊষার পুরো নাম পিলাভুল্লাক্যান্ডি থেককরাপরমবিল ঊষা। ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতে তিনিই অলিম্পিকে সোনা জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিলেন। ১৯৭৯ সাল থেকে ভারতীয় অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছেন। তাকে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি বলে অভিহিত করা হয়।

পিটি ঊষা এবং ইলিয়ারাজার সাথে সাথে আরও দুজনকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে। সেই দুজনও দক্ষিণ ভারতের বাসিন্দা। একজন হলেন ধর্মশালা মন্দিরের অধিকর্তা বীরেন্দ্র হেগড়ে। অপরজন হলেন বিখ্যাত চিত্রপরিচালক এবং নাট্যকার কেভি বিজেয়ন্দ্র প্রসাদ।

সম্পর্কিত খবর

X