ভারতের আর্থিক পরিস্থিতি বদলাবে, আশাবাদী IMF প্রধান

বাংলা হান্ট ডেস্কঃ  বর্তমানে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে ভারত। এই পরিস্থিতিতে মোদি সরকারের সমালোচনায় গোটা দেশের বিশেষজ্ঞ মহলও। ঠিক এহেন আবহে  শুক্রবার আইএমএফ প্রধান ক্রিস্টিনা জর্জিয়েভা আশা প্রকাশ করেছেন, ভারতের আর্থিক পরিস্থিত দ্রুত বদলে যাবে।অক্টোবর ২০১৯-এ বিশ্ব অর্থনৈতিক ফোরামে ঘোষণা করেছিলেন ২০২০ সালের জানুয়ারির পরিস্থিতি অনেকটাই ভালো হবে। সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা খানিকটা প্রশমিত হয়েছে।

bloombergquint 2019 05 39b5fc64 0540 4b6b 8cc5 67e1eb09966c Kristalina Georgieva

বিশ্ব অর্থনীতির পক্ষে ভারতের ৩.৩০ শতাংশ বৃদ্ধির হার মোটেই ভালো নয়, এত স্লথ অর্থনৈতিক গতি কখনই ভারতের অর্থনৈতিক ভবিষ্যতকে তরান্বিত করতে সমর্থ হবেনা। তাই ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর পুনর্বিন্যাস হোক এবং তার গতি তরান্বিত হোক ।

ভারতের মতো দেশের অর্থনীতি ক্রমশ তলানিতে গিয়ে পৌঁছচ্ছে, যা খুবই অশনি সঙ্কেত দেশের জন্য। তবে আইএমএফ প্রধান ক্রিস্টিনা জর্জিয়েভা বলেছে, এই বিষয়টি খুব সাময়িক বলে বিশ্বাস তাঁর, খুব তাড়াতাড়ি পরিস্থিত বদলাবে বলে আশাবাদী তিনি ।

কিছু দেশের আর্থিক উন্নতি যেমন থমকে গিয়েছে, তেমনি আফ্রিকার বেশ কিছু দেশের আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হয়েছে । শুধু ভারতেরই নয়, আগামী দিনের বিশ্ব অর্থনীতিই ঝুঁকিবহুল হতে চলেছে বলে জানিয়েছেন আইএমএফ প্রধান ।

 

সম্পর্কিত খবর