এবার ‘এয়ার ট্রেন’ ছুটবে ভারতেও! সুখবর আসছে এই বছরের মধ্যেই! স্টপেজ, রুট সম্পর্কে জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতে চালু হতে চলেছে এয়ার ট্রেন (Air Train)। দেশের প্রথম এয়ার ট্রেন (India’s first Air Train) পরিষেবা শুরু হবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা যাচ্ছে, ২০২৭ সালের মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রেন পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যাত্রীরা অতি দ্রুত একটি টার্মিনাল থেকে অন্য টার্মিনালে চলে যেতে পারবেন এই এয়ার ট্রেনের মাধ্যমে।

ভারতেও মিলবে এয়ার ট্রেন (Air Train) পরিষেবা

সেই লক্ষ্যে ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আপাতত চারটি স্টপেজ থাকতে চলেছে এই এয়ার ট্রেনে (Air Train)। এগুলি হল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ২/৩, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১, অ্যারোসিটি এবং কার্গোসিটি। মোট দূরত্ব দাঁড়াবে ৭,৭ কিলোমিটার। এয়ার ট্রেন পরিষেবা শুরু হলে অনেকটাই ঝামেলার হাত থেকে মুক্তি পাবেন যাত্রীরা। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বাসের উপর নির্ভর করতে হবে না। 

   

আরোও পড়ুন: একাই একশো! সব্বাইকে ছাপিয়ে গিয়েছেন দেব, অভিনয়ের ঝলক দেখেই ‘পাগলু’ দর্শক

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে এয়ার ট্রেন পরিষেবা শুরু করার জন্য। আশা করা যাচ্ছে, আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে জমা পড়ে যাবে দরপত্র। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মধ্যেই শুরু হয়ে যাবে এয়ার ট্রেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রেন (Air Train) পরিষেবা শুরুর জন্য কত টাকা খরচ হতে পারে সেই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

Air Train

তবে অনেকেই অনুমান করছেন ২,০০০ কোটি টাকা মতো খরচ হতে পারে এই প্রকল্পে। পৃথিবীর অনেক দেশে এয়ার ট্রেন ‘স্কাই ট্রেন’ বা ‘অটোমেটেড পিপল মুভার’ নামেও পরিচিত। বিমানবন্দরে একটি টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার সময় কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয় এয়ার ট্রেন (Air Train)। বিশেষ করে যেসব যাত্রীরা কানেক্টিং ফ্লাইট ধরেন তাদের জন্য অত্যন্ত সহায়ক এই এয়ার ট্রেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর