ড্রাইভারদের চাকরি খেল AI! এবার ভারতের রাস্তাতেও চলবে চালকবিহীন গাড়ি

বাংলাহান্ট ডেস্ক : চালকবিহীন গাড়ি ? তাও কী সম্ভব ? আপনার শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন বিস্ময়কর দৃশ্য আর কয়েকদিন পরেই দেখা যাবে ভারতের অলিতে গলিতে। ভারতের বুকে এক দুর্দান্ত ইলেকট্রনিক গাড়ি আনতে উদ্যোগী হয়েছে একটি স্টার্ট-আপ সংস্থা Minus Zero। এই সংস্থাটির প্রতিষ্ঠা করেন গগনদীপ রিহাল এবং গুরসিমরন কালরা।

বেঙ্গালুরুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এই সংস্থা চালক ছাড়াই গাড়ি চালিয়ে এক অসম্ভবকে সম্ভব করতে চাইছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, চালকবিহীন এই ধরনের গাড়িটিই হল ভারতের প্রথম অটোনমাস গাড়ি। ক্যামেরা সেন্সর সুইটের দ্বারা চালিত এই ইলেকট্রিক প্রোটোটাইপের নাম হলো zPod।

কোনরকম স্টিয়ারিং হুইল ছাড়াই ছুটছে Minus Zero zPod নামক ইলেকট্রনিক কার। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো পরিবেশগত এবং ভৌগলিক কোনরকম বাধাই AI-এর সাহায্যে সহজেই অতিক্রম করতে পারবে। জানা গিয়েছে, গাড়িটিতে হাই-রেজ়োলিউশন ক্যামেরা এমনভাবে বসানো হয়েছে যে গাড়িটিতে একটি স্ট্রং নেটওয়ার্ক তৈরী হয়েছে।

আসলে, এইসব ক্যামেরাগুলিই হল গাড়িটির প্রাথমিক সেন্সর সিস্টেম। সেন্সরযুক্ত ক্যামেরাগুলি গাড়ির আশপাশের রিয়্যাল-টাইম ছবি ক্যাপচার করে সেগুলি AI সিস্টেমে পাঠিয়ে দেয়। ন্যাভিগেশন, গতি নিয়ন্ত্রণ এবং বাধা এড়ানোর মত যাবতীয় সিদ্ধান্ত নেয় এই AI নির্ভর প্রক্রিয়াটি। বলা বাহুল্য, গাড়িটিতে থাকা Level 5 অটোনমিই গাড়িটিকে অটোনমাস ড্রাইভিংয়ের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে।

indias first driver less car

গগনদীপ রিহাল এই চালকবিহীন গাড়ি (Driverless Car) সম্পর্কে বলেছেন যে, তাদের স্টার্টআপ সংস্থা কোনরকম গাড়ি তৈরি করেননি। কারণ তাদের গাড়ি তৈরি করার কোন রকম পরিকল্পনা ছিল না। তারা শুধুমাত্র একটি প্রোটোটাইপ তৈরি করেছে, যা শোকেস করার কাজে আসবে। তবে, এই ধরনের হাইটেকনোলজি কার এখনো পর্যন্ত রাস্তায় চলার পারমিশন পায়নি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর