ভারতের প্রথম চালকবিহীন মেট্রো চালু হচ্ছে দিল্লীতে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে প্রথমবার চলবে চালকবিহীন মেট্রো (Driverless metro)। সোমবার মেট্রোর এই নতুন রূপের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। দিল্লী মেট্রোর জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত Magenta Line-এ চলবে এই চালকবিহীন মেট্রো। ভার্চুয়াল মাধ্যমে এই চালকবিহীন মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গিয়েছিল, সোমবার সকাল ১১ টায় এই নতুন চালকবিহীন মেট্রোর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি National Common Mobility Card service-এরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেইমত সম্পন্ন করলেন শুভ কাজ। কেন্দ্রের এই নতুন উদ্যগের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিবহণ ব্যবস্থায়ও অনেক গতি আসবে। প্রথমে Magenta Line-এ এই চালকবিহীন মেট্রো চালু হবে এবং তারপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে রাজধানীর Pink Line-এও চালু হবে এই মেট্রো পরিষেবা।

907806 delhi metro new

পাশাপাশি আরও জানানো হয়েছে, এই নতুন চালকবিহীন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং সুরক্ষিতভাবেই পরিচালিত হবে। প্রথমে ম্যাজেন্টা লাইনে জনকপুরী-বোটানিকাল গর্ডন করিডোরটিতে এই পরিষেবা চালু হওয়ার পর ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরাও এই সুবিধা নিতে পারবেন। বিমানবন্দর এক্সপ্রেস লাইনে পরিচালিত হবে এনসিএমসি। দেশের যে কোন প্রান্তেই রুপে-ডেবিট কার্ড ইস্যু করা থাক না কেন, যাত্রীরা এই পরিষেবা নিতে পারবেন।

নির্ধারিত সময়েই ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে দিল্লীতে এই চালকবিহীন মেট্রোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে দিলেন কিছু মূল্যবান বার্তাও। দেখুন সেই ভিডিও-


Smita Hari

সম্পর্কিত খবর