আজ ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যোগ্যতা পর্বে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ফুটবল দল।

বেজে গেল কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ঘন্টা। আজ ভারতীয় ফুটবল দল নিজেদের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করবেন ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ফিফা অনুমোদন কোন টুর্ণামেন্টে এখনো পর্যন্ত ভারতীয় ফুটবল দল একবারও হারাতে পারেনি ওমান ফুটবল দলকে। তবে আজকের খেলা ভিন্ন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা তাই ভারতীয় দল চাইছে ওমানকে হারিয়ে বিশ্বকাপের দিকে একধাপ এগিয়ে যেতে।

গুয়াহাটিতে আজকে সুনীল ছেত্রীরা 2022 বিশ্বকাপের কোয়ালিফাইং প্রথম ম্যাচ খেলতে চলেছে ওমানের বিরুদ্ধে। তাই স্বাভাবিকভাবেই সুনীল ছেত্রীরা চাইছেন নিজেদের সেরাটা উজাড় করে দিতে ফুটবল মাঠে। প্রথম ম্যাচেই ভারত শক্তিশালী ওমানের মুখোমুখি করবে। উল্লেখ্য এই বছরের শুরুতে অর্থাৎ এশিয়া কাপের ঠিক আগে একটি প্রস্তুতি ম্যাচে ওমানকে আটকে দিয়েছিল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। তবে এখন পরিস্থিতি ভিন্ন তারপর কেটে গিয়েছে অনেকটা সময় এবং বেশ পরিবর্তন হয়েছে দুটি দলে; তার সঙ্গে পরিবর্তন হয়েছে দু’টি দলের কোচের।

IMG 20190905 101518
Img 20190905 101518

কোচ ইগর স্টিমাচ দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ফুটবল দল এখনো পর্যন্ত মোট পাঁচটি ফুটবল ম্যাচ খেলেছেন এর মধ্যে দুটিতে জয় এবং হারের মুখ দেখতে হয়েছে তিনটি ম্যাচে। অপরদিকে পরিসংখ্যান অনুযায়ী কোনো ফিফা টুর্নামেন্টে ওমান কে পরাস্ত করতে পারেনি ভারতীয় ফুটবল দল। তবে এই সমস্ত পরিসংখ্যানকে ভুলে গিয়ে আজকের ম্যাচে ভারতীয় ফুটবল দল চায় নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ম্যাচটি নিজেদের পকেটে পুরে বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে।

এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 103 নম্বর অপরদিকে 87 নম্বর রয়েছে ওমান ফুটবল দল। তাই আজকে কিছুটা এগিয়ে থেকেই ম্যাচ শুরু করতে চলেছে ওমান ফুটবল দল। এখন এটাই দেখার যে সুনীল ছেত্রীরা আজকের ম্যাচে কতটা নিজেদের মেলে ধরতে পারে এবং জয় ছিনিয়ে নিতে পারে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর