ডু অর ডাই ম্যাচে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র 242 রানে।

Published On:

ভারত বনাম নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজে 1-0 তে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। আর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে  মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় দলকে।

ব্যাটিং করতে নেমে শুরুটা মোটামুটি ঠিকঠাক ভাবে করলেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। কিন্তু সেই সময় দলের হাল ধরেন পূজারা এবং পৃথ্বী শাহ জুটি। কিন্তু পৃথ্বী এবং পূজারা আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দ্রুত শেষ হয়ে যায় ভারতের। ভারতের প্রথম ইনিংস শেষ হয় 242 রানে।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম ইনিংসে ভারতের স্কোর বোর্ড:-
পৃথ্বী শাহ 54, মায়াঙ্ক আগারওয়াল 7, চেতেশ্বর পূজারা 54, ভিরাট কোহলি 3, অজিঙ্কা রাহানে 7, হনুমা বিহারী 55, ঋষভ পন্থ 12, রবীন্দ্র জাদেজা 9, উমেশ যাদব 0, মহম্মদ সামি 16, জাসস্প্রীত বুমরাহ 10।

X