ভরসা সেই টাটাই! মহাকাশে চলবে ভারতের নজরদারি, উৎক্ষেপণ হল দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্রথম প্রাইভেট আর্থ মনিটরিং স্যাটেলাইট (TSATT-1A) টাটার একটি কোম্পানি দ্বারা অ্যাসেম্বেল করা হয়েছিল। যেটি আমেরিকায় লঞ্চ করেছে ইলন মাস্কের কোম্পানি SpaceX। এতদিন পর্যন্ত শুধু আমেরিকাই তার ব্যক্তিগত স্যাটেলাইট দিয়ে বিশ্বে মহাকাশের ডঙ্কা বাজাত। কিন্তু এখন আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত। মূলত, ভারত তার প্রথম প্রাইভেট স্যাটেলাইট, সাব মিটার অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই TSATT-1A স্যাটেলাইট, Tata Advanced Systems Limited (TASL) দ্বারা অ্যাসেম্বেল করা হয় এবং আমেরিকার SpaceX-এর কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল। উপগ্রহটি TASL-এর কর্ণাটক ইউনিটে অ্যাসেম্বেল করা হয়।

ভারতের প্রথম ব্যক্তিগত স্যাটেলাইট: TASL-এর সিইও সুকরন সিং বলেছেন যে আমেরিকান SATL-এর সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। এর আগে, ভারতের মহাকাশ সংস্থা ISRO অনেকগুলি হাই-রেজোলিউশন আর্থ মনিটরিং উপগ্রহ উৎক্ষেপণ করেছে। তবে এটি ভারতের বেসরকারি খাতের প্রথম সাব-মিটার হাই-রেজোলিউশন আর্থ মনিটরিং উপগ্রহ।

স্যাটেলাইটের বিশেষত্ব:
১. ভারতের এই স্যাটেলাইট হাই রেজোলিউশনের অপটিক্যাল মানের ছবি দেবে। যা পৃথিবী থেকে পর্যবেক্ষণের ডেটা সংগ্রহ করতে সাহায্য করবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে চন্দ্রযান-৩-এর ভূয়সী প্রশংসা! মিলল পুরস্কারও, বিশ্বের মঞ্চে জয়জয়কার ISRO-র

২. ভারতের ব্যক্তিগত স্যাটেলাইট TSAT-1A তার মাল্টিস্পেকট্রাল এবং হাইপারস্পেকট্রাল ক্ষমতার মাধ্যমে যে ছবিগুলি পাঠাবে তা ভবিষ্যতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে ব্যাপকভাবে উপকৃত করবে।

আরও পড়ুন: মাওবাদীরা করতে চেয়েছিল ধ্বংস! ২১ বছর পর খুলল সেই রাম মন্দির, হচ্ছে পুজোর বিরাট আয়োজন

ভারত সরকারকে ধন্যবাদ: সুকরন সিং বলেন, “এই স্যাটেলাইট (TSAT-1A) উৎক্ষেপণ ভারতের মহাকাশ সেক্টরের প্রতি TASL-এর প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এটি আমাদের প্রথম পদক্ষেপ। Satellogic-এর সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে ভারতে এটি অ্যাসেম্বেল করে পরীক্ষা করা হয়েছে। আমরা এটি তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছি। একটি বেস্ট-ইন-ক্লাস, সাব-মিটার অপটিক্যাল স্যাটেলাইট। যেটি ইলন মাস্কের SpaceX দ্বারা লঞ্চ করা হয়েছিল। এছাড়াও আমরা ভারত সরকারকে ধন্যবাদ জানাই যে সমস্ত কাজের জন্য তারা আমাদের অনুমতি দিয়েছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর