বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষের প্রথম সোলার ডোম বা গম্বুজের উদ্বোধন হলো কলকাতার নিউটাউনে।২.৮৯ একর জমির উপর তৈরি করা হয়েছে এই ডোমটি। ৫৫ মিটার উঁচু এই ডোমটির ব্যস ৪৬ মিটার। এই গম্বুজের বাইরের অংশটি তৈরি করা হয়েছে সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে। দূর থেকে প্রথম দেখায় এটিকে কোন গ্লাস হাউস বলে ভুলও হতে পারে আপনার।
জানা গেছে, এই গম্বুজের ভেতরের সমস্ত ধরনের ইলেকট্রনিক্স জিনিস অর্থাৎ আলো, পাখা, কম্পিউটার ইত্যাদি জিনিস চলবে সৌরশক্তিতে। এই ডোমের বাইরে যে সোলার প্যানেল লাগানো হয়েছে সেটি ১৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
এই ডোমটির ভেতরের নকশাও রীতিমতো অবাক করে দেওয়ার মত। এই গম্বুজের ভিতরে রয়েছে আট তলা বাড়ির উচ্চতা সমান কিছু গ্যালারি। যে সকল পর্যটকেরা ইকো পার্কে ঘুরতে আসবেন তারা বিনামূল্যে এই গ্যালারির ভেতর প্রবেশ করতে পারেন। এই গ্যালারির মাধ্যমে তারা চাক্ষুষ করতে পারবেন ইকো পার্কের সৌন্দর্য।
হিডকো ও রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার যৌথ উদ্যোগে ভারতের এই প্রথম সোলার ডোম নির্মাণ করা হয়েছে। এই ডোম নির্মাণের পিছনে পরামর্শ ছিল সুইজারল্যান্ডের একটি বিখ্যাত সংস্থার। তবে এই ডোম বা গম্বুজ তৈরির সিংহভাগ খরচ বহন করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। পাশাপাশি আর্থিক সাহায্য করেছে নগরয়োন্নন দফতরও। নিউটাউনের এই সোলার ডোম ভারতবর্ষে প্রথম। সৌরশক্তি চালিত এই গম্বুজটি যে স্মার্ট সিটি নিউটাউনকে আরো একটু পরিমাণ স্মার্ট করল তা বলাই যায়।