“অল টাইম হাই”-তে পৌঁছল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার! তৈরি হল বিরাট নজির, ভারতের কোষাগারে বিপুল বৃদ্ধি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অর্থনীতির প্রসঙ্গে একের পর এক বড় আপডেট সামনে আসছে। সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল আরও একটি বড় সুখবর। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। জানা গিয়েছে যে, এবার দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Currency Reserve) ৬৭০.৮৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যা এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ তথা “অল টাইম হাই” হিসেবে বিবেচিত হচ্ছে।

“অল টাইম হাই”-তে পৌঁছল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Currency Reserve):

গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI-র প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান সামনে এসেছে। গত ১২ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Foreign Currency Reserve) ৪ বিলিয়ন ডলার বেড়ে ৬৭০.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যেটি হল সর্বকালের সর্বোচ্চ পরিসংখ্যান। এর আগে গত ৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৯.৬৯ বিলিয়ন ডলার বেড়ে ৬৬৬.৮৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল।

   

India's Foreign Currency Reserve Reaches "All Time High".

FCA-তে ২.৫৮ বিলিয়ন ডলার বেড়েছে: রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই শেষ হওয়া সপ্তাহে, মুদ্রা ভাণ্ডারের (Foreign Currency Reserve) একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ফরেন কারেন্সি অ্যাসেটস (FCA) ২.৫৮ বিলিয়ন ডলার বেড়ে ৫৮৮.০৫ বিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন: এবার পাড়ি বিদেশে! ২ মাস ধরে হবে অনন্ত-রাধিকার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন, লন্ডনে বুক করা হল সাততারা হোটেল

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফরেন কারেন্সি অ্যাসেটস তথা FCA মোট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের (Foreign Currency Reserve) একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। ডলারের মাধ্যমে প্রকাশ করা, FCA ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার গতিবিধির প্রভাবকেও বিবেচনা করে।

আরও পড়ুন: Reliance লঞ্চ করল Jio Bharat J1 4G ফোন! করুন মাত্র ১২৩ টাকার রিচার্জ, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

সোনার ভাণ্ডারেও বিপুল বৃদ্ধি: এদিকে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, রিপোর্টিং সপ্তাহে গোল্ড রিজার্ভের মূল্য ১.৩৩ বিলিয়ন ডলার বেড়ে ৫৯,৯৯ বিলিয়ন ডলার হয়েছে। RBI জানিয়েছে, স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) ৯৫ মিলিয়ন ডলার বেড়ে ১৮.২১ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, রিপোর্টিং সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সাথে ভারতের রিজার্ভ পজিশন ৪.৬১ বিলিয়ন ডলারে অপরিবর্তিত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর