ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পৌঁছে গেল সর্বোচ্চতে, মাত্র ৭ দিনেই বৃদ্ধি ২.৯৫ বিলিয়ন ডলার

বাংলা হান্ট ডেস্ক: গত ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৯৫ বিলিয়ন ডলার বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬৪৫.৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) এই তথ্য জানিয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে টানা ষষ্ঠ সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বেড়েছে। এর এক সপ্তাহ আগেই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ কোটি ডলার বেড়ে দাঁড়ায় ৬৪২.৬৩ বিলিয়ন ডলারে। জানিয়ে রাখি, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বোচ্চ ৬৪২.৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

বৈদেশিক মুদ্রা সম্পদ ৫৭০.৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে: খবর অনুসারে, যদিও ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী কর্মকাণ্ডের কারণে সৃষ্ট চাপের মধ্যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক রুপির পতনকে আটকাতে মূলধনের ভাণ্ডার ব্যবহার করেছিল। যার কারণে মুদ্রার ভাণ্ডার কিছুটা হ্রাস পায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে, বৈদেশিক মুদ্রা সম্পদ, মুদ্রার ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

India's foreign exchange reserves reach record high.

এমতাবস্থায়, ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে এটি ২.৩৫ বিলিয়ন ডলার বেড়ে ৫৭০.৬১ বিলিয়ন ডলার হয়েছে। জানিয়ে রাখি যে, ডলারের পরিপ্রেক্ষিতে বৈদেশিক মুদ্রা সম্পদের মধ্যে রয়েছে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার গতিবিধির প্রভাব। যা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রয়েছে।

আরও পড়ুন: বিতর্কের মাঝেও উদারতার নজির দিল্লির! মলদ্বীপে সর্বোচ্চ পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য রপ্তানি করল ভারত

সোনার মজুত: রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে ওই পর্যালোচনাধীন সপ্তাহে সোনার ভাণ্ডারের মূল্য ৬৭.৩ কোটি বেড়ে ৫২.১৬ বিলিয়ন ডলার হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, Special Drawing Rights (SDR) ৭.৩ কোটি কমে ১৮.১৪ বিলিয়ন ডলার হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে ভারতের সঞ্চিত আমানতও পর্যালোচনাধীন সপ্তাহে ২ মিলিয়ন ডলার কমে ৪.৬৫ বিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্য দূষণ কমানো! Tata-Ashok Leyland-কে টেক্কা দিয়ে এই স্টার্টআপ পেল ১,০০০ বৈদ্যুতিক ট্রাকের অর্ডার

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যেকোনো দেশের অর্থনীতির শক্তি নির্দেশ করে। একটা সময় ছিল যখন ১৯৯১ সালে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য হয়ে গিয়েছিল এবং তখন আমাদের বিদেশ থেকে আমদানি করার জন্য ব্যাঙ্কে থাকা সোনা বন্ধক পর্যন্ত রাখতে হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর