বিতর্কের মাঝেও উদারতার নজির দিল্লির! মলদ্বীপে সর্বোচ্চ পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য রপ্তানি করল ভারত

বাংলা হান্ট ডেস্ক: ভারত-মলদ্বীপ (India-Maldives) বিতর্কের আবহেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত একটি যুগান্তকারী দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে মলদ্বীপে অত্যাবশ্যকীয় পণ্যগুলির জন্য সর্বোচ্চ রপ্তানির কোটা অনুমোদন করেছে। উল্লেখ্য যে, মোহাম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেও এই ঘটনা ঘটিয়েছে ভারত।

এদিকে, এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলির মধ্যে রয়েছে চিনি, গম, চাল, পেঁয়াজ ইত্যাদি। PTI সূত্রে জানা গিয়েছে, এগুলির কোটা ৫ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি, একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের হাই কমিশন শুক্রবার (৫ এপ্রিল) জানিয়েছে , “মলদ্বীপ সরকারের অনুরোধের ভিত্তিতে, ভারত সরকার একটি অনন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়ার অধীনে ২০২৪-২৫ সালের জন্য নির্দিষ্ট পরিমাণে প্রয়োজনীয় পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে। যেখানে এই আইটেমগুলির প্রতিটির জন্য কোটাগুলি ওপরের দিকে সংশোধিত হয়েছে। ১৯৮১ সালে এই ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে বর্তমান অনুমোদিত পরিমাণগুলি সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।”

হাই কমিশন উল্লেখ করেছে যে, মলদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ আইটেমগুলির রপ্তানি ২৫ শতাংশ বাড়িয়ে ১০,০০,০০০ মেট্রিক টন করা হয়েছে। বলা হয়েছে “নদীর বালি এবং পাথরের সমষ্টি, মলদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ আইটেম। এগুলির কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০,০০,০০০ মেট্রিক টন করা হয়েছে।” এদিকে, চিনি, গম, চাল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে হাই কমিশন বলেছে, ডিম, আলু, পেঁয়াজ, চিনি, চাল, গমের আটা ও ডালের কোটাও ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: ফের সস্তা হল পেট্রোল-ডিজেল, একাধিক রাজ্যে কমল দাম, প্রতি লিটার মিলছে এত টাকায়

রয়টার্সের একটি প্রতিবেদন সরকারি বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে বলেছে যে, ২০২৪-২৫ অর্থবর্ষে এই পণ্যগুলির শিপমেন্ট গত ১ এপ্রিল থেকে শুরু হয়। বলা হয়েছে যে, মলদ্বীপকে “রপ্তানির ওপর বিদ্যমান বা ভবিষ্যতের বিধিনিষেধ/নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হবে”।এমতাবস্থায়, ভারত ১,২৪,২১৮ মেট্রিক টন চাল, ১,০৯,১৬২ টন গমের আটা, ৬৪,৪৯৪ টন চিনি, ২১,৫১৩ মেট্রিক টন আলু, ৩৫,৭৪৯ টন পেঁয়াজ এবং ৪২৭.৫ মিলিয়ন ডিম রপ্তানির অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: গভীর চিন্তায় এরদোগান! তুরস্ককে চাপে ফেলতে নয়া পরিকল্পনা, ভারতে আসছেন গ্রিসের সেনাপ্রধান

উল্লেখ্য যে, এর আগে ২০২৩ সালে ভারত থেকে প্রয়োজনীয় পণ্য রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মলদ্বীপে চাল, চিনি এবং পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছিল। হাই কমিশন উল্লেখ করেছে, “ভারত তার ‘প্রতিবেশী ফার্স্ট’ নীতির অংশ হিসেবে মলদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর