চিন, রাশিয়া না পসন্দ! ভারতের তেজস বিমানই এখন মালয়েশিয়ার প্রথম পছন্দ

বাংলা হান্ট ডেস্ক: ভারতের লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস (Tejas) বর্তমানে মালয়েশিয়ার প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হয়েছে। ইতিমধ্যেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আর মাধবন গত রবিবার এই তথ্য জানিয়েছেন। মূলত, মালয়েশিয়া তার পুরোনো ফাইটার প্লেনের বহর প্রতিস্থাপনের কথা ভাবছে। এই প্রসঙ্গে আর মাধবন জানিয়েছেন, এই কেনার প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি, তিনি এক সাক্ষাৎকারে জানান, চিনের জেএফ-১৭ জেট, দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ এবং রাশিয়ার মিগ-৩৫-এর পাশাপাশি ইয়াক-১৩০-এর সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও মালয়েশিয়া পছন্দ করেছে এই ভারতীয় যুদ্ধবিমানটিকে।

তিনি বলেন, ইউক্রেনে হামলার ফলে মস্কোর বিরুদ্ধে পশ্চিমী দেশগুলি নিষেধাজ্ঞা আরোপ করায় চুক্তির অংশ হিসেবে ভারত মালয়েশিয়ায় তার রাশিয়ান বংশোদ্ভূত Su-30 ফাইটার বিমানের বহরের জন্য একটি MRO (রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল) সুবিধা স্থাপনের প্রস্তাব দিয়েছে। এদিকে, রাশিয়া থেকে এখন বিমানের যন্ত্রাংশ কিনতে সমস্যা হচ্ছে। যার ফলে শীঘ্রই এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে তিনি বলেন, রাজনৈতিক কিছু পরিবর্তন না হলে এই বিষয়ে চুক্তি নিশ্চিত।

   

এদিকে, এই প্রসঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে, চুক্তিটি চূড়ান্ত হলে এটি বিমানের অন্যান্য সম্ভাব্য ক্রেতাদের জন্য একটি ভালো ইঙ্গিত দেবে। পাশাপাশি, এই চুক্তি তেজসের সামগ্রিক রপ্তানির সম্ভাবনাকেও বাড়িয়ে তুলবে। এছাড়াও, মাধবন জানিয়েছেন, “দুই দেশের মধ্যে এই নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আমরাই একমাত্র দেশ যারা রাশিয়া ছাড়া তাদের Su-30 বিমানের জন্য সহায়তার সুযোগ দিচ্ছি। মালয়েশিয়ার প্রয়োজন অনুযায়ী আমরাই একমাত্র তাদের সমর্থন করতে পারি।”

শুধু তাই নয়, তিনি আরও বলেন যে, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের একটি দল এই ক্রয়ের প্রসঙ্গে শীঘ্রই ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, মালয়েশিয়া তার পুরোনো রাশিয়ান মিগ-২৯ ফাইটার বহর প্রতিস্থাপনের জন্য বিমান কিনছে। যদিও, সেই দেশ মোট কটি বিমান কিনতে চাইছে তা এখনও পরিষ্কার হয়নি। এই প্রসঙ্গে মাধবন বলেন, JF-17 এবং FA-50-র থেকে তেজস অনেক ভালো বিমান। তেজস একটি মাল্টি-রোল সুপারসনিক ফাইটার এয়ারক্রাফ্ট যা HAL (Hindustan Aeronautics Limited) দ্বারা নির্মিত হয়েছে। এটি উচ্চ গতিবেগের বাতাসেও অবলীলায় উড়তে সক্ষম।

উল্লেখ্য যে, গত বছরের ফেব্রুয়ারিতে, প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর (IAF) জন্য ৮৩ টি তেজস যুদ্ধবিমান কেনার জন্য HAL-এর সাথে ৪৮,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারত তেজসের Mk 2 সংস্করণের সাথে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA) তৈরির জন্য একটি ৫ বিলিয়ন ডলারের প্রকল্পে কাজ শুরু করেছে।

lca tejas

এদিকে, মালয়েশিয়ার সাথে চুক্তির ব্যাখ্যা করে মাধবন জানিয়েছেন, “প্রকৃতপক্ষে ভারতই একমাত্র দেশ যা তাদের প্রয়োজনীয় সমস্ত উপকরণ কভার করেছে এবং আমরা তাদের বাজেটের প্রয়োজনীয়তাও পূরণ করেছি।” তিনি জানান যে, “আমরা যেভাবে আমাদের পণ্য উন্নত করার প্রস্তাব দিয়েছি তা আর কেউ পারবেনা। এমতাবস্থায়, তাদের কাছে তেজস মার্ক 2 একটি বিকল্প হিসেবে উপলব্ধ থাকবে এবং তারা AMCA-নিয়েও ভাবনাচিন্তা করতে পারবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর