বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্ট (India vs Australia Day Night Test)। আর এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র 244 রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তারপর ব্যাট হাতে ব্যর্থ হয় অজিরাও। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 191 রানে।
Innings Break!
India 36/9 with Shami being retired hurt. Australia need 90 runs to win the 1st Test.
Scorecard – https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/vUhxILlWQ0
— BCCI (@BCCI) December 19, 2020
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় শুরু হয় ভারতের। ফের ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ ব্যাট হাতে ব্যর্থ হন। ব্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানের মত সিনিয়র ব্যাটসম্যানরাও। চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানের মত টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানরা খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে। দু’জনেই শূন্য রান করেন।
Unreal from big Josh Hazlewood! #AUSvIND pic.twitter.com/fJaiLXexup
— cricket.com.au (@cricketcomau) December 19, 2020
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন প্যাট কমিন্স এবং জোস হেজেলহুড। প্যাট কমিন্স চারটি এবং হেজেলহুড পাঁচটি করে উইকেট নেন। অজি বোলারদের দাপটে মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ভারতের কোনো ব্যাটসম্যান এইদিন দুই সংখ্যার রান করতে পারেনি। চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন 90 রান।