প্রথম ওয়ানডে ম্যাচে কে ওপেন করবেন? সম্পূর্ণ নতুন ওপেনিং কম্বিনেশন জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারত বনাম নিউজিল্যান্ড এর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 5-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। আর এবার শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী বুধবার থেকে ওয়ানডে সিরিজে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। তবে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ভারত ওপেনার রোহিত শর্মা ছিটকে গিয়েছেন পুরো নিউজিল্যান্ড সফর থেকে। রোহিতের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মায়াঙ আগারওয়াল কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে কে ওপেন করবেন? এই নিয়ে প্রশ্ন উঠেছিল তবে ম্যাচ শুরু হওয়ার 24 ঘণ্টা আগে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে প্রথম থেকেই ছিলেন পৃথ্বী শাহ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে রোহিত শর্মা চোট পেয়ে যাওয়ার ফলে দলে এসেছেন মায়াঙ আগারওয়াল। কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে কে ওপেন করবেন? এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার কে এল রাহুলের। কিন্তু রাহুলের সঙ্গে এই সিরিজের কে ওপেন করবেন এই ব্যাপারে প্রশ্ন করা হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি কে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন সম্পূর্ণ এক নতুন ওপেনিং কম্বিনেশন।

AP20024281227982 1 770x433 2

সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন এই সিরিজে ভারতের হয়ে ওপেনিং করবেন পৃথ্বী শাহ এবং দলে নতুন যোগ দেওয়া ব্যাটসম্যান মায়াঙ আগারওয়াল। সেই সাথে এই সিরিজে রাহুলের অবস্থান স্পষ্ট করে দিলেন বিরাট কোহলি। কোহলি জানালেন রাহুলকে এই সিরিজে মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করতে চাই অর্থাৎ ভারতীয় ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে খেলতে দেখা যাবে রাহুলকে সেই সাথে এই সিরিজেও উইকেট কিপিং করবেন রাহুল।


Udayan Biswas

সম্পর্কিত খবর