ভারতের এই একটি শহর, যার নাম উল্টো লিখলেও সোজা থেকে যায়, জানেন এর উত্তর?

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের এই পৃথিবীটা রহস্যের এবং জ্ঞানের ভান্ডার। যতই জানি না কেনো জানার শেষ হয়ে না। অভিজ্ঞ ব্যক্তিরাও বলে গেছেন, আমাদের যত বয়স বাড়ে ততই একটু একটু করে জ্ঞানের উপলব্ধি হয়। তবে জীবন শেষ হয়ে যায় কিন্তু জানা শেষ হয় না। আর জানবেনই বা কি করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এতটাই বৃহৎ যে, এর পরতে পরতে লুকিয়ে রয়েছে কাহিনী। পৃথিবীতে কোথাও হয়তো আছে লাল সাগর, আবার হয়তো কোথাও আছে সবুজ দ্বীপ। তবে এগুলির পিছনে বিশেষ ব্যাখ্যাও রয়েছে।

ভারতের (India) এই শহরের নাম উল্টো লিখলেও সোজা হয়

তবে পৃথিবীর সম্পর্কে জানার আগে নিজের দেশ অর্থাৎ ভারতের (India) সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ পৃথিবীর এক খন্ড ভারতেই রয়েছে (India) কত কিছু জানার বিষয়। যেগুলো আমরা জানি না বা বলা চলে জানার আগ্রহ দেখাই না। তবে সাধারণ জ্ঞান হিসেবে এগুলোই যখন জিজ্ঞেস করে আমরা এর উত্তর দিতে গিয়েই থমকে যাই। বিশেষ করে চাকরির পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েই পড়তে হয় সমস্যায়।

তবে চাকরির পরীক্ষা হোক কিংবা কুইজ কনটেস্টে অত্যন্ত সাধারণ একটি প্রশ্ন বারবার করা হয়। যার উত্তর ৯০% মানুষই জানেন না। কি সেই প্রশ্ন? প্রশ্নটি হচ্ছে ভারতে (India) এমন কোন শহর রয়েছে যার নাম উলটো লিখলেও সোজাই হয়। ভাবছেন এমন শহরও আছে নাকি? হ্যাঁ আছে।

আরও পড়ুন: মোক্ষম জবাব পাবে চিন-পাকিস্তান! এবার রাশিয়ার সহায়তায় শত্রুদের দাদাগিরি খতম করবে ভারত

পশ্চিমবঙ্গ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যা রাজ্য। আর সেই রাজ্যেই অবস্থিত কটক শহর। শুনলে অবাক হবেন, উড়িষ্যার এই শহরের নাম অর্থাৎ কটকের নাম উল্টে দিলেও কোনো তফাৎ থাকে না। কটকের শেষে ক সামনে এনে, তারপর ট-কে মধ্যিখানে রেখে, এরপর প্রথম অক্ষর ক একদম শেষে লিখলে সেই একই শব্দ কটকই হয়। এই শহরকে বাংলা, হিন্দি ওড়িয়া যে ভাষায় উল্টো লিখবেন না কেন, এর কোনো পরিবর্তন হবে না।

Cuttack

আপনাদের জানিয়ে রাখা ভালো, উড়িষ্যার কটক শহর কিন্তু চিকিৎসা ব্যবস্থার জন্য অত্যন্ত উন্নত। অনেকেই এখানে চিকিৎসা করাতে আসেন। এমনকি এখানে চিকিৎসা করাতে এসে অনেক ব্যক্তিরাই সুস্থ হয়ে উঠেছেন। তাই ভারতীয়দের কাছে কটক শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর