ভারতের একমাত্র রেল স্টেশন যা মাত দেবে ফাইভ স্টার হোটেলকেও! গেলে চাইবেন না ফিরতে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে রেলপথকে (Indian Railways) “লাইফলাইন” বলা হয় থাকে। পাশাপাশি, দেশে গণপরিবহণের ক্ষেত্রে অন্যতম মাধ্যমও হল ট্রেন। যত দিন এগোচ্ছে ততই ক্রমশ যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রেলের। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। শুধু তাই নয়, বর্তমানে রীতিমতো ঢেলে সাজানো হচ্ছে সমগ্ৰ ব্যবস্থাকেও।

এদিকে, সেই ছবিগুলিই সকলের কাছে তুলে ধরেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। মূলত, রেলমন্ত্রী নেটমাধ্যমে অত্যন্ত সক্রিয় থাকেন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি বিষয়গুলিকে উপস্থাপিত করেন। সেই রেশ বজায় রেখেই চলতি মাসের প্রথমে কেন্দ্রীয় রেলমন্ত্রী এমটি দুর্দান্ত ছবি শেয়ার করেছেন। যেটি দেখে রীতিমতো হুঁশ উড়ে গিয়েছে সকলের।

পাশাপাশি, ওই ছবিটি সামনে এনে রেলমন্ত্রী জানতে চেয়েছেন সেটি কোথাকার ছবি? যদিও, তিনি একটি ক্লুও দিয়েছেন। যেটিতে তিনি জানিয়েছেন, সেটি একটি রেল স্টেশনের মধ্যেই রয়েছে। মূলত, ওই ছবিটিতে একটি ঝাঁ চকচকে দোতলা ক্যাফের দৃশ্য পরিলক্ষিত হয়েছে। যেটির মাঝখানেই রয়েছে সুন্দর একটি সিঁড়ি।

এদিকে, এই ছবিটি দেখেই সেটি কোথাকার ছবি সেই বিষয়েও নেটিজেনদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যায়। পাশাপাশি, অনেকেই নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন। তবে, সকলেই একবাক্যে ওই কফিটির এবং স্টেশনটির সৌন্দর্যের প্রশংসা করেছেন।

এই স্টেশনে রয়েছে ক্যাফেটি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ছবিটির পরিপ্রেক্ষিতে সেটি কোথায় রয়েছে সেই উত্তর জানিয়ে দিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল। একটি টুইট মারফত তারা জানায় যে, সেটি UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ-এর অধীনে কার্শিয়াং স্টেশনের একটি ক্যাফেটেরিয়া। পাশাপাশি, সেটির রেলিং গুলি কাঠ দিয়ে নির্মিত হয়েছে বলেও জানানো হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর