সাইড প্লিজ! এবারে এন্ট্রি নিচ্ছে ভারতের নিজস্ব ট্যাঙ্ক “জোরাভার”, থরথর করে কাঁপবে চিন

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সময়ে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে, চিনের (China) সাথে সীমান্তে বিরোধের আবহেই ভারত (India) দেশীয় ট্যাঙ্ক তৈরি করেছে। হালকা ওজনের ট্যাঙ্ক জোরাভারের (Zorawar) নির্মাণে ভারত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। শুধু তাই নয়, এই দেশীয় ট্যাঙ্ককে লাদাখের উচ্চ উচ্চতাবিশিষ্ট অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমতাবস্থায়, জোরাভার সেনাবাহিনীতে যোগ দিলে চিনের বিরুদ্ধে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। এই ট্যাঙ্কটি পাহাড়ি এলাকায় বেশি গতিতে চলতে পারে।

সবাইকে চমকে দেবে ভারতের (India) জোরাভার:

জোরাভার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাশিয়া এবং ইউক্রেন সংঘাত থেকে শিক্ষা নিয়ে, DRDO জোরাভারে ঘূর্ণায়মান হাতিয়ারের জন্য USV-কে ইন্টিগ্রেট করেছে। লাইট ট্যাঙ্ক জোরাভারের ওজন হল ২৫ টন। এই প্রথমবার এত অল্প সময়ের মধ্যে দেশে (India) একটি নতুন ট্যাঙ্ক ডিজাইন এবং পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। এই ট্যাঙ্কের বিশেষ বিষয় হল এর ওজনের পাশাপাশি ট্যাঙ্কের মৌলিক প্যারামিটারগুলির সমন্বয়। এই ট্যাঙ্কে ফায়ার, শক্তি, মোবিলিটি এবং সুরক্ষা রয়েছে।

জোরাভারের বিশেষত্ব:
ফিল্ড আর্টিলারি- FV433, ১০৫ মিমি
কোক্সিয়াল মেশিনগান- ৭.৬২ মিমি
ওজন- ২৫ টন
বসার ক্ষমতা- ৩ জন
শক্তি- ১,০০০ হর্স পাওয়ার
গতি- ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা
অফরোড- ৩৫ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি ক্ষেত্রে পড়ুয়াদের পথ দেখাতে বড় পদক্ষেপ APAI-র, শুরু Pre-Counselling Fair 2024

অল্প সময়ে হয়েছে প্রস্তুত: জানিয়ে রাখি যে, মাত্র ২ বছরের মধ্যে তৈরি এই ট্যাঙ্কটি দেশীয় (India) উৎপাদনে ভারতীয় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এখন এই ট্যাঙ্ক পরীক্ষার জন্য প্রস্তুত। এর মধ্যে ৫৯ টি ট্যাঙ্ক প্রাথমিকভাবে সেনাবাহিনীকে সরবরাহ করা হবে এবং আরও ২৯৫ টি সামরিক যানের একটি বড় কর্মসূচির দিকে এটিকে নিয়ে যাবে। DRDO প্রধান সমীর ভি কামাথ গত শনিবার জানিয়েছেন যে দেশীয় হালকা ট্যাঙ্ক জোরাভারের সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে ২০২৭ সালের মধ্যে এটিকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে দাম! রেলের এই শেয়ারই বিনিয়োগকারীদের করছে মালামাল

লারসেন অ্যান্ড টুব্রো এই প্রকল্পের অংশ: প্রসঙ্গত উল্লেখ্য, জোরাভার ট্যাঙ্কের সাথে লারসেন অ্যান্ড টুব্রো প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে। এই প্রসঙ্গে সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অরুণ রামচন্দানি বলেছেন যে “L&T-র জন্য এটি একটি বড় দিন। দুই বছরের মধ্যে, আমরা ট্যাঙ্কটিকে এমন একটি স্তরে নিয়ে এসেছি যেখানে এটি অভ্যন্তরীণ পরীক্ষার জন্য এবং খুব শীঘ্রই ব্যবহারকারীর পরীক্ষার জন্য নেওয়া যেতে পারে। এটি একটি বিশাল প্রচেষ্টা হয়েছে। এটি DRDO এবং L&T-এর যৌথ প্রচেষ্টা।” তিনি বলেন, “আমি মনে করি এটা দেশের (India) মধ্যে দুই দলের জন্যই বড় অর্জন। এত অল্প সময়ের মধ্যে বিশ্বের কোথাও নতুন কিছু এভাবে স্থাপন করা হয়নি।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর