তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং, মাত্র 145 রানে শেষ ভারতের প্রথম ইনিংস

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ডের দিনরাত্রি টেস্ট। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্ৰথমে ব্যাটিং করে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 112 রানে। ভারতীয় স্পিনারদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটসম্যানরা।

ইংল্যান্ডের 112 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। একটা সময় অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা বড় পার্টনারশিপ গড়লেও বিরাট কোহলি আউট হওয়ার পরই ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার। প্রথম দিনে 90 রানে 3 উইকেটে শেষ করেছিল ভারত।

https://twitter.com/BCCI/status/1364890510746288130?s=20

দ্বিতীয় দিনের শুরু থেকেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। শুরুতেই মাত্র 7 রান করে প্যাভিলিয়নে ফিরে যান সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। তারপর ক্রিজে নামেন ঋষভ পন্থ কিন্তু ঋষভ পন্থও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। জো রুটের বলে আউট হয়ে মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ঋষভ পন্থকে। শেষের দিকে রবীচন্দ্রন অশ্বিন 17 এবং ইশান্ত শর্মা 10 রান করলেও মাত্র 145 রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে 33 রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের হয়ে জো রুট পাঁচটি এবং জ্যাক লিচ চারটি উইকেট নিয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর