নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভয়ঙ্কর ভারতের ইতিহাস, ২০০৩ সালের পর পাঁচবারে চারবারই জিতেছে কিউয়িরা

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার স্বীকার করতে হয়েছে ভারতীয় দলকে। একদিকে যেমন ব্যাটিংয়ে পান্থ এবং বিরাট কোহলি ছাড়া কেউই তেমন বড় যোগদান রাখতে পারেননি। তেমনি ভারতীয় দলের দলীয় ছিল ভীষণ হতাশাজনক। যার ফলে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ ডু অর ডাই মোকাবিলায় পরিণত হয়েছে। আগামী রবিবার এই ম্যাচে যদি হার হয় বিরাট বাহিনীর তাহলে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে ভারতের। তবে ম্যাচের আগে কোহলিদের আরও চিন্তায় ফেলেছে গত দিনের ইতিহাস।

কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেনি মেন ইন ব্লু। প্রথমবার ২০০৭ সালে জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রান তাড়া করতে নেমে ১০ রানে ম্যাচ হেরে যায় ভারত। এই ম্যাচে গৌতম গম্ভীর অর্ধশত রান করলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর ফের একবার ২০১৬ সালে ধোনির দল মুখোমুখি হয়েছিল ব্ল্যাক ক্যাপসদের। নাগপুরে সেবার লক্ষ্য ছিল মাত্র ১২৭ রান। কিন্তু ধোনি বাহিনী অলআউট হয়ে যায় মাত্র ৭৯ রানে।

ওয়ানডেতেও ভারতের রেকর্ড তথৈবচ। এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে মোট ন বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। যার মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। বাকি আট বারের মধ্যে পাঁচবারই ভারতের কিস্তিমাত করেছে নিউজিল্যান্ড। এমনকি ১৯৭৫ সালে প্রথম ওয়ার্ল্ড কাপেও ৪ উইকেটে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে মাত্র তিনবারই জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় দল। তার মধ্যে ১৯৮৭ সালের বিশ্বকাপেই পরপর দুবার কিউয়িদের পরাজিত করেছিল ভারত। ভারতের তৃতীয় জয় আসে ২০০৩ সালে। জাহির খান, আশিস নেহেরাদের দুরন্ত বোলিংয়ের সামনে সেঞ্চুরিয়ানে মাত্র ১৪৬ রানেই শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। চারটি উইকেট শিকার করে একাই কিউয়িদের ধ্বংস করে দিয়েছিলেন জাহির। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ কাইফের ৬৮ এবং রাহুল দ্রাবিড়ের ৫৩ রানের সৌজন্যে ৪৫.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারত।

IMG 20211025 152545

এরপর থেকে আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একবারও জয় পায়নি ভারতীয় দল। ২০০৭ সাল থেকে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় চারবারই জিতেছে কিউয়ি বাহিনী। এমনকি ২০১৯ সালের বিশ্বকাপেও নিউজিল্যান্ডের কারণেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৮ উইকেটে ভারতকে হারিয়ে গিয়েছিল উইলিয়ামসনের দল। শুধু তাই নয় ২০১৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কে ভারতের অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিল এই নিউজিল্যান্ডই। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন বিরাট কোহলির নেমেসিস উয়িলিয়ামসন। তবে এবার বিশ্ব জয়ের আশা টিকিয়ে রাখতে লে ভারতকে ইতিহাস বদলে ফেলতে হবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর