বাংলা হান্ট ডেস্ক: ভারতের সেমিকন্ডাক্টর (Semiconductor) মাকের্টের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। যার জেরে বদলে যেতে পারে দেশের সেমিকন্ডাক্টর বিজনেস। ইতিমধ্যেই জানাই গিয়েছে যে, টাটা সন্স সিঙ্গাপুরকে তার সেমিকন্ডাক্টর পরিকল্পনার মূল অংশীদার হিসেবে বেছে নিয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সাথে বৈঠকের পর এই ঘোষণা করেছেন।
বদলে যাবে ভারতের সেমিকন্ডাক্টর (Semiconductor) ইন্ডাস্ট্রি:
শানমুগাম বলেন, “তারা (টাটা) চাইলে বিশ্বের যে কারোর সাথে ব্যবসা করতে পারে। এটা নয় যে তাদের শুধু সিঙ্গাপুরেই ব্যবসা করতে হবে। কিন্তু আমি মনে করি তারা সিঙ্গাপুরকে বড় অংশীদার হিসেবে বেছে নিতে পারে। শুধুমাত্র অংশীদার হিসাবে নয়, তারা একটি প্রধান অংশীদার হিসেবে নির্বাচন করেছেন।” তিনি বলেন, সেমিকন্ডাক্টর (Semiconductor) এজেন্ডার শীর্ষে ছিল। টাটা সন্স বিশ্বব্যাপী সহযোগিতা করতে পারে। তারা সিঙ্গাপুরকে একটি মূল অংশীদার হিসাবে চিহ্নিত করেছে। সিঙ্গাপুর বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে একটি গুরুতর এবং বিশ্বাসযোগ্য ক্ষেত্র। এই সেক্টরে তার বিশাল উপস্থিতি রয়েছে।
টাটা গ্রুপের সেমিকন্ডাক্টর প্ল্যান: আয়তনে ছোট হলেও সিঙ্গাপুরে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর (Semiconductor) সরঞ্জামের ২০ শতাংশ উৎপাদিত হয় এবং সেখানে ২৫ টি সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি রয়েছে। শানমুগাম জানান যে, যদিও এই ফাউন্ড্রিগুলি বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত নাও হতে পারে, তবে এগুলি শিল্পে গুরুত্বপূর্ণ। এদিকে, টাটা গ্রুপ সেমিকন্ডাক্টর উৎপাদনে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: “টিম ইন্ডিয়ার জন্য নয়, IPL-এর প্রস্তুতি নিতে খেলছেন পান্ডিয়া”, হার্দিকের বিরুদ্ধে এবার উঠল বড় অভিযোগ
গুজরাটে একটি প্ল্যান্টের জন্য ৯১,০০০ কোটি টাকা এবং আসামে একটি প্ল্যান্টের জন্য ২৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। এই প্রকল্পগুলির জন্য তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর (Semiconductor) ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (PSMC)-এর সাথে সহযোগিতায় কাজ চলছে। এদিকে, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হয়। শানমুগাম জানান যে, এই সম্পর্কটি একটি ব্যবসায়িক চুক্তির বাইরে গিয়ে শক্তি, সেমিকন্ডাক্টর এবং কৌশলগত সুরক্ষার মতো ক্ষেত্রে গভীর অংশীদারিত্বের চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: সূর্যের এই একটা ভুলেই ঘটল বিপদ! ভারতকে অবলীলায় হারাল সাউথ আফ্রিকা, চটে লাল অনুরাগীরা
বিনিয়োগের সুযোগ: ভারতে সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওং উই কুয়েন বলেছেন যে, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি তথা PSA মহারাষ্ট্রের ওয়াধাওয়ানে ভারতের নতুন গ্রিনফিল্ড বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। জানিয়ে রাখি যে, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির ইতিমধ্যেই ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর JNPA-তে একটি টার্মিনাল রয়েছে এবং ভারতে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। এই উদ্যোগের পরে, ভারতে সেমিকন্ডাক্টর (Semiconductor) সেক্টরে বিনিয়োগ বাড়তে পারে। কারণ এই সেক্টরটিকে দ্রুত বর্ধনশীল সেক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে।