ওমিক্রন আতঙ্কের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের সাউথ আফ্রিকা ট্যুর নিয়ে বড় আপডেট, BCCI নিচ্ছে বিশেষ পদক্ষেপ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে ক্রমাগত। বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ এক সপ্তাহ পিছিয়ে দিতে অনুরোধ করা হল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের কাছে। দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ’ওমিক্রন’-এর জেরে এবং আতঙ্কে সিনিয়র ক্রিকেটারদের অনেকেই সফরে যেতে চাইছেন না বলে খবর। সে কারণেই পরিস্থিতির দিকে নজর রেখে এমন অনুরোধ জানিয়েছে বিসিসিআই।

বিসিসিআই, ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুটা এক সপ্তাহ পিছিয়ে দিতে অনুরোধ করেছে। এর আগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় দলের ৮ বা ৯ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ছিল। দু-দলের মধ্যে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭ই ডিসেম্বর।

IMG 20210914 222149

বিসিসিআই সবরকম প্রয়োজনীয় আলোচনা কর রাখছে সেই দেশের ক্রিকেট বোর্ডের সাথে। কিন্তু এই মুহূর্তে সফর রদ করতে চাইছে না তারা। তবে সিরিজ বাতিলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওমিক্রন সংক্রান্ত পরিস্থিতি যদি সেদেশে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সিরিজ বাতিল করা ছাড়া কোনও উপায় থাকবে না। সফরের জন্য ভারতীয় দল এখনও নির্বাচিত হয়নি। রবিবারের মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে পাকা সিদ্ধান্ত জানানো হবে বলে বিসিসিআই আশা করছে।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় হতাশ ক্রিকেট ভক্তরাও। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন-কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ক্রিকেটারদের মধ্যেও। এই মুহূর্তে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর করতে সম্মত নয় বেশ কয়েকজন ক্রিকেটার। দুশ্চিন্তা ছাড়াও ক্রিকেটারদের তরফ থেকে টানা পূর্ণাঙ্গ সিরিজ খেলার ব্যাপারে আপত্তি আছে বলে জানা গিয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর