পাক-চিনের চিন্তা বাড়িয়ে নতুন প্রজন্মের পারমাণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ, শক্তি বাড়ল ভারতের

বাংলা হান্ট ডেস্ক: শত্রুদেশগুলিকে কড়া বার্তা দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতের (India) তরফে। সেই রেশ বজায় রেখেই ফের একবার চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে বুধবার নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “অগ্নি প্রাইম” (Agni Prime)-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বুধবার সন্ধ্যে ৭ টা নাগাদ ওড়িশার উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত সফলভাবে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে।

পাশাপাশি, সেই সময়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের প্রধান থেকে শুরু করে DRDO এবং ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, প্রতিরক্ষা মন্ত্রকের মতে জানানো হয়েছে যে, ব্যালিস্টিক পারমাণবিক মিসাইলের এই পরীক্ষাটি সমস্ত কাঙ্ক্ষিত উদ্দেশ্য সঠিকভাবে পূরণ করতে সক্ষম হয়েছে।

India's successful launch of new generation nuclear missile.

পাশাপাশি, আব্দুল কালাম দ্বীপের আশেপাশে বিভিন্ন স্থানে মোতায়েন থাকা বেশ কয়েকটি রেঞ্জ সেন্সরের ডেটা থেকে এই মিসাইল পরীক্ষার সাফল্য নিশ্চিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, “অগ্নি প্রাইম” মিসাইলটি পারমাণবিক সক্ষম নতুন প্রজন্মের অগ্নি শ্রেণির ক্ষেপণাস্ত্রের একটি উন্নত রূপ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, এটি একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড মিসাইল। যেটির সর্বোচ্চ রেঞ্জ হল ১,০০০ থেকে ২,০০০ কিমি। এদিকে, জানা গিয়েছে যে, আগের অগ্নি ৩ মিসাইলগুলি থেকে এই নতুন মিসাইলটি প্রায় ৫০ শতাংশ হালকা।

আরও পড়ুন: আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ! নয়া বছরে সুখবর শোনাল RBI

শুধু তাই নয়, ক্যানিস্টারাইজড মিসাইল হওয়ার জন্য অগ্নি প্রাইমকে খুব সবজেই সড়ক বা রেলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে। এর পাশাপাশি এই মিসাইল লঞ্চের প্রস্তুতির জন্যেও লাগে কম সময়। জানিয়ে রাখি যে, ২০২১ সালে অগ্নি প্রাইম মিসাইলের প্রথম সফল পরীক্ষা সম্পন্ন হয়েছিল। তার ঠিক ৬ মাস পরে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে এটির দ্বিতীয় পরীক্ষা হয়। এদিকে, গত বছরের জুন মাসে এই মিসাইলকে রাত্রে লঞ্চ করেছিল DRDO। তারপরে গতমাসেই অগ্নি ৫ মিসাইল সফলভাবে লঞ্চ করে ভারত।

আরও পড়ুন: গ্রীষ্মকালে কোন নম্বরে চালানো উচিত ফ্রিজ? না জানলে হু হু করে বাড়বে বিদ্যুতের বিল

এদিকে, বুধবারের এই সফল উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে DRDO থেকে শুরু করে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তৈরি করা এবং সামরিক বাহিনীতে এর সংযোজন ভারতের জন্য একটি দুর্দান্ত খবর। এর মাধ্যমে ভারতের সামরিক শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর