অসম্মানিত হচ্ছে ভারতের প্রতিভা, আন্তর্জাতিক ম্যাচ জয়ী প্রতিবন্ধী ক্রিকেটার পাথর ভেঙ্গে চালাচ্ছেন সংসার

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) একটি প্রতিভাধর দেশ। এই দেশের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেরকমই উত্তরাখণ্ডেও (Uttarakhand) এক প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, কিন্তু সময়ের পরিহাসে আজ তিনি অবহেলিত হচ্ছেন। কিন্তু তাঁর এই দুর্দিনে সরকারের থেকে সাহযায় চাইলেও, এগিয়ে আসছে না সাহায্যের হাত।

প্রতিবন্ধী ক্রিকেটার রাজেন্দ্র সিংহ ধামি
ক্রিকেটার রাজেন্দ্র সিংহ ধামি (Rajendra Singh Dhami)। একজন প্রতিবন্ধী হলেও, ক্রিকেট জগতে নাম লিখিয়ে দেশের জন্য বহু পুরস্কার নিয়ে এসেছেন তিনি। উত্তরাখণ্ডের কানালিচিনা উন্নয়ন ব্লকের খকোটের বাসিন্দা হলেন রাজেন্দ্র সিংহ ধামি। আন্তর্জাতিক স্তরের একজন ক্রিকেটার হিসাবে তাঁর নাম রয়েছে।

   

rajendrasinghdhami2

খেলার দুনিয়ায় সফল
রুদ্রপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলের অধিনায়ক হিসাবে, আবারও ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ জয়লাভ করলেও, ভারত রানার্স আপ হয়েছিল।

বাস্তব জীবনে প্রবল সংকটের মুখোমুখী
খেলার জীবনে সফল হলেও, নিজের বাস্তব জীবনে তাঁর অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে। তাঁর বাড়িটির এমনই খারাপ অবস্থা, যেকোন সময় তা ভেঙ্গে পড়তে পারে। তিনি বহুবার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তাঁকে একটি বাড়ি দেওয়ার কথা বলেছেন। কিন্তু তারা জানিয়েছেন, ধামির বাড়িটি ভেঙ্গে না পড়া অবধি তারা নতুন বাড়ি দিতে পারবে না। কিন্তু তাঁর বাড়িটি ভেঙ্গে পড়লে, তারা গৃহহীন হয়ে পড়বে। তিনি বর্তমানে মনরেগায় পাথর ভেঙে সংসার চালাচ্ছেন।

sonu sood 6 jpg 710x400xt 1

এগিয়ে এলেন সোনু সুদ
বর্তমান সময়ে গরীবের দূত হিসাবে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে, তাঁদের কর্মসংস্থান করে দেওয়া, সবটাই তিনি দেখেছেন। এই সোনু সুদ ধামীকে ১১ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন এবং ভবিষ্যতে আরও সাহযায়ের আশ্বাস দিয়েছেন। রাজেন্দ্র সোনুকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর