ভারতের অনন্য রেল ক্রসিং! চারদিক থেকে ট্রেন এলেও কখনোই ঘটেনা দুর্ঘটনা

বাংলা হান্ট ডেস্ক: ভারতে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল রেলপথ। স্বাভাবিকভাবেই, আপনি অবশ্যই ভারতীয় রেলের সাথে সম্পর্কিত অনেক অনন্য তথ্য শুনেছেন। তবে আপনি হয়ত জানেন না যে, ভারতে এমন একটি রেল ক্রসিং রয়েছে, যেখানে চারদিক থেকে ট্রেন আসে। এই অদ্ভুত বিষয়টি সম্পর্কে খুব কম জনই জানেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ট্র্যাকে চার দিক থেকে ট্রেন এলেও কখনোই কোনোরকম দুর্ঘটনা ঘটেনা।

রেলওয়ের সবচেয়ে অনন্য ঘটনা:
আমরা প্রায়শই রেলপথে বিছানো ট্র্যাকে দেখে থাকি যে অনেক ট্র্যাক একে অপরকে অতিক্রম করে। স্বাভাবিকভাবেই সেগুলি দেখে এই প্রশ্নটি আপনার মনে নিশ্চয়ই এসেছে যে এই ট্র্যাকগুলি দিয়ে ট্রেন কিভাবে যাবে? মূলত, এই ট্র্যাকগুলি ট্রেনের রুট অনুযায়ী সেট করা হয়। এগুলির সাহায্যে ট্রেন তার রুট পরিবর্তন করে।

এছাড়াও ভারতীয় রেলপথে রয়েছে একটি বিশেষ ধরনের ক্রসিং। একে ডায়মন্ড ক্রসিং বলে। ডায়মন্ড ক্রসিং পৃথিবীতে খুব কম জায়গায় দেখা যায়। এই ক্রসিং-এ চার দিক থেকে ট্রেন চলে। আপনি জেনে অবাক হবেন যে, ভারতের এত বড় রেলওয়ে নেটওয়ার্কে শুধুমাত্র একটি জায়গায় ডায়মন্ড ক্রসিং রয়েছে। ডায়মন্ড ক্রসিং এমন একটি পয়েন্ট যেখানে রেলওয়ে ট্র্যাকগুলি চারটি দিক থেকে এসে একে অপরকে অতিক্রম করে।

নাগপুরের ডায়মন্ড ক্রসিং:
আমরা রাস্তায় চলতে চলতে যেমন বিভিন্ন মোড় দেখতে পাই আসলে ডায়মন্ড ক্রসিংও ঠিক সেইরকমই একটি জিনিস। আপনি এটিকে রেলপথের সংযোগস্থলও বলতে পারেন। এটি মূলত চারটি রেলপথ নিয়ে গঠিত। এই রেলপথগুলি একই জায়গায় একে অপরকে অতিক্রম করে। যা দেখতে অনেকটা হিরের আকৃতির মতো হয়। যেই কারণে একে ডায়মন্ড ক্রসিং বলা হয়।

7560161390 e4cfcd572f b 1

ভারতে, শুধুমাত্র নাগপুরেই ডায়মন্ড রেল ক্রসিং আছে। এটি পূর্বে গোন্দিয়া থেকে একটি ট্র্যাক নিয়ে গঠিত, যেটি হল হাওড়া-রাউকেলা-রায়পুর লাইন। অন্য একটি ট্র্যাক দক্ষিণ দিক থেকে আসে। অপরদিকে, উত্তরদিক থেকে একটি ট্র্যাক দিল্লি থেকে আসে। পাশাপাশি, পশ্চিম দিকে মুম্বাই থেকেও একটি ট্র্যাক আসে এখানে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর