করোনা ভাইরাসের আতঙ্কের জেরে AIFF এর তরফে বাতিল করে দেওয়া হল ভারতের তাজাকিস্তান সফর।

Published On:

এবার করোনা ভাইরাসের আতঙ্ক এসে পড়ল ভারতে। ভারতীয় ফুটবলে পড়ল করোনা ভাইরাসের আতঙ্কের ছায়া। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে আইএফএফ এর তরফে বাতিল করে দেওয়া হল ভারতীয় অনুর্দ্ধ 16 ফুটবল দলের তাজাকিস্তান সফর।

ভারতীয় অনুর্দ্ধ 16 ফুটবল দলের সাথে তাজাকিস্তান অনুর্দ্ধ 16 ফুটবল দলের দুটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। সেই কারণে আগামী 5 ই মার্চ ভারতীয় অনুর্দ্ধ 16 দলের তাজাকিস্তান উড়ে যাওয়ার কথা ছিল।

এই মুহূর্তে চীন, জাপানের পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশ গুলিতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তার জন্যই ফুটবলারদের সুরক্ষার কথা ভেবে তাজাকিস্তান সফর বাতিল করে দেওয়া হল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। অপরদিকে ভারতীয় সিনিয়র ফুটবল দলের 31 তারিখ তাজাকিস্তানের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এই ম্যাচ হওয়া নিয়েও প্রবল সংশয় তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

X